আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য করোনার প্রতিষেধক নিলেন অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী। এ প্রসঙ্গে আনন্দবাজার ডিজিটাল তাঁর সঙ্গে যোগাযোগ করায় তিনি বলেন, ‘‘১০ বছর হয়ে গেল, কোনও ছবি পরিচালনা করিনি আমি। ভেবেছিলাম রাজনীতি ছেড়ে মূল স্রোতে ফিরব। কিন্তু আসন্ন নির্বাচনের যা অবস্থা, তাতে মমতা দিদি আমাকে যেতে দিলেন না। আমিও এই ভোটযুদ্ধে যোগ দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করলাম।’’
অভিনেতা জানালেন, করোনার টিকা নেওয়ার পর জ্বর বা ব্যথা কিছুই হয়নি। নিজের গাড়ির চালককেও টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। ভোটের প্রচারে তাঁকেও তো সঙ্গে যেতে হবে।
এ বছরের বিধানসভা নির্বাচনের সব থেকে নজরকাড়া বিষয়, রাজনৈতিক দলগুলিতে টলিউডের যোগদান। ভোট যত কাছে আসছে, ততই টলিউডের শিল্পীরা বিভিন্ন চিহ্নে নাম লেখাচ্ছেন। দলে যোগ দেওয়া বা দল বদলের হিড়িক দেখে অভিনেতা বিস্মিত! তিনি বললেন, ‘‘বাংলা ছবি আজ আর তেমন চলে না। টাকা এবং গ্ল্যামারে অভ্যস্ত আমার সহকর্মীরা এই পরিস্থিতিতে রাজনীতিতে যোগ দিচ্ছেন। দোষ নেই।’’