আজ থেকে ‘দাদাগিরি’-র নতুন এপিসোডের শুটিং শুরুর কথা ছিল। কিন্তু গত শনিবার রাজারহাটের একটি স্টুডিয়োয় ‘দাদাগিরি’-র টেকনিক্যাল অনুশীলন চলাকালীন উত্তর ২৪ পরগনার ব্লক ডেভেলপমেন্ট অফিসার চ্যানেলকে সরকারি চিঠি পাঠিয়ে শুটিং পিছিয়ে দেওয়ার নির্দেশ পাঠান। গত বৃহস্পতিবার থেকে চিহ্নিত কনটেনমেন্ট এলাকার আওতায়, ‘দিদি নাম্বার ওয়ান’, ‘দাদাগিরি’ ও ‘রান্নাঘর’-এর শুটিং লোকেশন পড়েছে বলেই কারণ জানানো হয়েছে। ‘দাদাগিরি’র পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় বললেন, ‘‘লকডাউনের আগে ‘দাদাগিরি’র তিনটে এপিসোড শুটিংয়ের মধ্যে একটিই বাকি রয়েছে। সেটি আগামী শনিবার দেখানো হলে, রবিবারের পর্বের জন্য দ্রুত শুটিং শুরু করতে হবে।’’
বিকল্প উপায় হিসেবে চ্যানেলকে বেছে নিতে হয় হোটেল। কিন্তু রাজারহাটের অধিকাংশ হোটেলই আইসোলেশনের জায়গা হওয়ায়, মধ্য কলকাতার একটি হোটেলেই গত রবিবার থেকে শুরু হয় সেট তৈরির কাজ।
মধ্য কলকাতার একটি পাঁচতারা হোটেলে ‘দাদাগিরি’র নতুন সেট তৈরির কাজ শুরু হয়েছে। আগামী বুধবার থেকে শুটিং শুরু হবে বলেই খবর। এই প্রসঙ্গে ওই চ্যানেলের বিজ়নেস ক্লাস্টার হেড (ইস্ট) সম্রাট ঘোষ বললেন, ‘‘খুব তাড়াতাড়িই শুটিং শুরু করব।’’