মালার চাদরে শায়িত অভিনেত্রী শেফালি জ়ারিওয়ালার মরদেহ। ২৭ জুন মাঝরাতে অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত মায়ানগরী। লাল ওড়নায় জড়িয়ে ওশিয়ারা শ্মশানের দিকে শেফালিকে নিয়ে রওনা হলেন স্বামী পরাগ ত্যাগী এবং তাঁর মা। শেষযাত্রায় স্ত্রীয়ের কপালে এঁকে দিলেন চুমু। শেষ বারের মতো মেয়েকে আগলে বসেছিলেন শেফালির মা। কেন মৃত্যু হল অভিনেত্রীর? শুক্রবার রাত থেকে এই প্রশ্ন বার বার ঘুরপাক খাচ্ছে সকলের মনে। পুলিশের তরফে সংবাদমাধ্যমকে এ দিন জানানো হয়েছিল, মৃত্যুর কারণ নিশ্চিত করতে তদন্ত শুরু হয়েছে। দিনের শেষে পুলিশের তরফে জানানো হল অভিনেত্রীর ময়নাতদন্তের রিপোর্টে ঠিক কী পাওয়া গিয়েছে?
ডেপুটি কমিশনর জানিয়েছেন, শেফালির ময়নাতদন্তের রিপোর্টে ‘সন্দেহজনক’ কিছু পাওয়া যায়নি। কিন্তু আরও তদন্ত করা হবে। এ দিকে, শেফালির বাড়িতে পৌঁছেছে ফরেন্সিক বিশেষজ্ঞ দল। মুম্বই পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে আন্ধেরি এলাকায় নিজের বাড়িতেই মৃত্যু হয় শেফালির। রাত ১টা নাগাদ পুলিশের কাছে খবর পৌঁছোয় বলে দাবি।
আরও পড়ুন:
শুক্রবার গভীর রাতে শেফালিকে নিয়ে হাসপাতালে পৌঁছোন তাঁর স্বামী, অভিনেতা পরাগ ত্যাগী। সেখানেই তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। ওই রাতে পরাগকে হাসপাতাল ছেড়ে বেরিয়ে যেতেও দেখা যায়। হাসপাতাল বা পরিবারের তরফে শেফালির মৃত্যু সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।
সমাজমাধ্যমে শেফালির শেষ পোস্ট ছিল সিদ্ধার্থ শুক্লকে ঘিরে। ২০২১ সালে হৃদ্রোগে আক্রান্ত হয়েই অকালপ্রয়াত হয়েছিলেন সিদ্ধার্থ। এক সময় তাঁর সঙ্গে শেফালির সম্পর্ক ছিল বলে শোনা যায়। শেফালি প্রথম বিয়ে করেছিলেন গায়ক হরমিত সিংহকে। ২০০৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। ‘বিগ বস্ ১৩’-এর ঘরেই সিদ্ধার্থের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে বলে গুঞ্জন। ২০১৪ সালে শেফালি বিয়ে করেন ‘পবিত্র রিশ্তা’ ধারাবাহিকের অভিনেতা পরাগ ত্যাগীকে। ঘটনাচক্রে, এই একই ধারাবাহিকের নায়ক ছিলেন সুশান্ত সিংহ রাজপুত।