শুক্রবারের গভীর রাত। শেফালি জ়ারিওয়ালাকে নিয়ে তাঁর স্বামী পরাগ ত্যাগী হাসপাতালের পথে। তখনও কেউ ভাবতে পারেননি, চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করবেন। বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকদের ঘোষণা শুনে হতভম্ব পরাগ। তিনি ভাবতে পারছেন না, তাঁর স্ত্রী আর নেই! মাত্র ৪২-এ ঝরে গেলেন গায়িকা। পরাগকে ঘিরে রেখেছেন তাঁর ঘনিষ্ঠ কিছু বন্ধু। প্রত্যেকের মুখেচোখে শোকের ছাপ স্পষ্ট। ঘটনার আকস্মিকতায় স্তব্ধ সকলেই।
তত ক্ষণে মেয়ের মৃত্যুসংবাদ পৌঁছে গিয়েছে শেফালির মা সুনীতা জ়ারিওয়ালার কাছে। তিনিও হন্তদন্ত হয়ে দৌড়েছেন হাসপাতালের পথে। গাড়ি যত এগিয়েছে উদ্বেগে, কষ্টে চঞ্চল তিনি। তখনও হয়তো আশা ছিল তাঁর মনে, শেফালিকে দেখতে পাবেন তিনি। আশা নিভেছে হাসপাতাল চত্বরে গাড়ি ঢুকতেই। জামাই পরাগকে ঘিরে মানুষের ভিড় দেখে গাড়িতেই কান্নায় ভেঙে পড়েছেন সুনীতা। সন্তানের মৃত্যু কোন মা মেনে নিতে পারেন!
সিদ্ধার্থ শুক্লের মতোই ‘বিগ বস ১৩’-র প্রতিযোগী শেফালিও অসময়ে চলে গেলেন। শোকগ্রস্ত বলিউডও।
শুক্রবার গভীর রাতে হৃদ্রোগে প্রয়াত অভিনেত্রী শেফালি। ৩৫টি মিউজ়িক ভিডিয়োয় কাজ করলেও শেষ দিন পর্যন্ত তিনি জনপ্রিয় ‘কাঁটা লাগা’ মিউজ়িক ভিডিয়োর জন্য। ২০০২ সালে এই ইন্ডি পপ মিউজ়িক দিয়েই বলিউডে পা রাখেন তিনি। ২০০৪ সালে ‘মুঝসে শাদি করোগে’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেন। শুক্রবার রাতেই মুম্বইয়ের কুপার হাসপাতালে দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়। শেফালির বাড়িতেও পৌঁছে যান তদন্তকারী অফিসারেরা।