প্রবাদ, নারীর মন নাকি ঈশ্বরেও বোঝে না! অভিনেত্রীরা কি পরস্পরের মন বোঝেন? ইন্ডাস্ট্রি বলছে, কখন যে কার সঙ্গে কার ভাব আর কার আড়ি, কেউ জানতে পারেন না। যেমন, দুই বা তাঁর বেশি নায়িকার মধ্যে টানা অনেক বছর সদ্ভাবের পর দেখবেন, হঠাৎ মুখ দেখাদেখি নেই। এই ব্যাপারটাই নাকি অতি সম্প্রতি ঘটেছে ঋতুপর্ণা সেনগুপ্ত আর কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে।
ওঁরা কি পরস্পরের প্রতি ঈর্ষাকাতর? টলিউড বলছে, একেবারেই এ রকম কিছু নেই।
রবিবার খোদ কনীনিকা আনন্দবাজার ডট কম-কে বলেছেন, “আমি ঋতুদির সত্যিই ‘জাবরা ফ্যান’। শুধু অভিনেত্রী নন, মানুষ ঋতুপর্ণ সেনগুপ্তও অসম্ভব ভাল। ওঁকে খুব শ্রদ্ধা করি।” তবু দু’জনের মধ্যে নাকি মনোমালিন্য! ঘনিষ্ঠ সূত্র বলছে, সবটাই পর্দার খাতিরে। এক দিকে অভিমন্যু মুখোপাধ্যায়ের ‘কীর্তন ২’ মুক্তি পেতে চলেছে। পরান বন্দ্যোপাধ্যায়-অরুণিমা ঘোষ-গৌরব চট্টোপাধ্যায় অভিনীত ছবির গান রেকর্ডিং চলছে। গানের দায়িত্বে সপ্তক সানাই। অন্য দিকে, পরের ছবির আয়োজন শুরু করে দিয়েছেন।
ঋতুপর্ণা সেনগুপ্তের ‘জাবরা ফ্যান’ কে? ছবি: ফেসবুক।
খবর, তাঁর আগামী ছবি শাহরুখ খান অভিনীত ‘ফ্যান’-এর কাহিনি অবলম্বনে। এক তারকার সঙ্গে তাঁর অন্ধ ভক্তের ভাব-অ-ভাব ছবির গল্প। সেই গল্পই অভিমন্যু তাঁর পরের ছবিতে আনতে চলেছেন। শাহরুখের জায়গায় সেই চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণাকে। তাঁর অনুরাগী কনীনিকা। অভিনেত্রীকে সাধারণত ছোট পর্দাতেই বেশি দেখা যায়। এই মুহূর্তে কোনও ধারাবাহিকে না থাকলেও তিনি জি বাংলার রান্নার শো ‘রান্নাঘর’ সামলাচ্ছেন। অভিনেত্রীকে বড় পর্দায় শেষ দেখা গিয়েছে মানসী সিংহের ‘এটা আমাদের গল্প’ ছবিতে।
অভিমন্যুর ছবির কথা তুলতেই তিনি বিষয়টি স্বীকার করেছেন। জানিয়েছেন, খুব শিগগিরিই শুটিং শুরুর কথা ছিল। সম্ভবত বৃষ্টির কারণে কাজ পিছিয়েছে। যদিও এখনও চিত্রনাট্য পড়া হয়নি তাঁদের। তাই আর কোন কোন অভিনেতা তাঁদের সঙ্গে থাকবেন, জানেন না কিছুই। এ ছাড়াও, কনীনিকাকে দেখা যাবে কৌশিক সেনগুপ্তের ‘নৈবেদ্য’ ছবিতে।