প্রায় পাঁচ মাস কোমায় থাকার পর গত রবিবার মারা গেলেন ববি ক্রিস্টিনা ব্রাউন। তাঁর বয়স হয়েছিল বাইশ বছর।
আমেরিকার সঙ্গীতজগতের দুই নামী তারকা হুইটনি হিউস্টন এবং ববি ব্রাউনের এক মাত্র কন্যা ছিলেন ক্রিস্টিনা। ফলে, ছোটবেলা থেকে বার বার শিরোনামে উঠে এসেছেন তিনি। সংবাদমাধ্যম থেকে গান, এমনকী রিয়্যালিটি শো-তে কাজ করে নিজের পরিচয় বানিয়েছিলেন ক্রিস্টিনা।
তবে, বছর বাইশের ওই তরুণীর মৃত্যু যেন সবাইকে ফের মনে করিয়ে দিয়েছে তাঁর মা হুইটনি হিউস্টনের শেষের দিনগুলির কথা। ২০১২ সালে লস অ্যাঞ্জেলেসের একটি হোটেলের বাথরুমে পাওয়া গিয়েছিল হুইটনির হিউস্টনের মৃতদেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, জলভর্তি বাথটাবে ডুবেই মৃত্যু হয়েছিল তাঁর। পাওয়া গিয়েছিল মাদক সেবনের তথ্যও। ক্রিস্টিনার মৃত্যুতে অবশ্য তেমন কোনও বিতর্ক তৈরি হয়নি।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, ঘটনার সূত্রপাত চলতি বছরের ৩১ জানুয়ারিতে। আটলান্টায় তাঁর বাড়ির জলভর্তি বাথটাবে উপুড় হয়ে ডুবে ছিলেন অচৈতন্য ক্রিস্টিনা। উদ্ধারের পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ চিকিৎসা সত্ত্বেও জ্ঞান ফেরেনি তাঁর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জানুয়ারি থেকে টানা কোমায় ছিলেন তিনি। তবে এক মাস আগে থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তখনই অতিরিক্ত দেখভালের জন্য তাঁকে জর্জিয়ায় একটি অনাথশালায় পাঠিয়ে দেওয়া হয়। গত রবিবার সেখানেই তাঁর মৃত্যু হয় বলে পরিবার জানিয়েছেন।
ক্রিস্টিনার মৃত্যুতে আমেরিকার সঙ্গীতশিল্পী থেকে প্রযোজক, অনেকেই শোক প্রকাশ করেছেন টুইটারে। পরিবারের তরফেও এ দিন হুইটনি এবং শিশু ক্রিস্টিনার একটি ছবি পোস্ট করা হয় ইন্টারনেটে। সঙ্গে শোকবার্তা, ‘দুঃখের সঙ্গে বিদায়। ক্রিস্টিনার জন্য ভালবাসা ও প্রার্থনা করার জন্য সকলকে ধন্যবাদ।’