মাথায় হালকা নীল রঙা পাগড়ি। গালে চাপদাড়ি। সাদা ধোপদুরস্ত পাজামা-পাঞ্জাবির ওপর কালো জহরকোট। চোখে চশমা। সিঁড়ি দিয়ে নেমে এলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ।
সত্যিই কি তাই? ইনি কি সত্যিই মনমোহন সিংহ?
মনমোহনই বটে। তবে রিয়েল নয়, রিল লাইফের মনমোহন। ইনি আসলে অনুপম খের।
আরও পড়ুন, কপিলের ওপর আমার কোনও রাগ নেই, বললেন সুনীল
সঞ্জয় বারুর বই অবলম্বনে বিজয় রত্নাকর গুটের পরিচালনায় আসন্ন একটি ছবিতে মনমোহন সিংহের চরিত্রে অভিনয় করছেন অনুপম খের। ছবির নাম ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’। কিন্তু মেকআপে পার্থক্য করা মুশকিল। সম্প্রতি প্রধানমন্ত্রীর দফতর থেকে বেরিয়ে আসছেন অনুপম। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে অনুপমকে দেখে বোঝার উপায় নেই রিল নাকি রিয়েল। মনমোহনের হাঁটার ভঙ্গিমাও অসাধারণ অনুকরণ করেছেন অভিনেতা। আপাতত ছবিটি মুক্তির দিন গুনছেন সিনেপ্রেমীরা। & 🙏
সঞ্জয় বারুর বই অবলম্বনে বিজয় রত্নাকর গুটের পরিচালনায় আসন্ন একটি ছবিতে মনমোহন সিংহের চরিত্রে অভিনয় করছেন অনুপম খের। ছবির নাম ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’। কিন্তু মেকআপে পার্থক্য করা মুশকিল। সম্প্রতি প্রধানমন্ত্রীর দফতর থেকে বেরিয়ে আসছেন অনুপম। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে অনুপমকে দেখে বোঝার উপায় নেই রিল নাকি রিয়েল। মনমোহনের হাঁটার ভঙ্গিমাও অসাধারণ অনুকরণ করেছেন অভিনেতা। আপাতত ছবিটি মুক্তির দিন গুনছেন সিনেপ্রেমীরা।