Advertisement
E-Paper

মুম্বইয়ে পা রেখেই অঘটন, খাবারে বিষ আরতির! কী করে নিজের প্রাণ বাঁচিয়েছিলেন গায়িকা?

এখনও গান তাঁর প্রাণ। এখনও নিয়মিত রেওয়াজে বসার চেষ্টা করেন। তবু তাঁর সঙ্গে ঘটে যাওয়া অঘটনের কথা ভুলতে পারলেন কই?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৫ ১৫:১৭
আরতি মুখোপাধ্যায়ের সঙ্গে কী ঘটেছিল?

আরতি মুখোপাধ্যায়ের সঙ্গে কী ঘটেছিল? ছবি: সংগৃহীত।

আরতি মুখোপাধ্যায় তখন মুম্বইয়ে নতুন। পায়ের তলার জমি শক্ত করার জন্য লড়াই করছেন। তাঁর গাওয়া একটি- দু’টি গান হিন্দি ছবিতে শোনা গিয়েছে। সেই গান শুনে গায়িকার কণ্ঠস্বরের মাধুর্যের প্রশংসা করেছেন স্বয়ং লতা মঙ্গেশকর! এক সাক্ষাৎকারে আরতি জানিয়েছেন, খ্যাতনামী গায়িকার এই প্রশংসাই বুঝি কাল হয়ে দাঁড়িয়েছিল সে সময়! বিষ খাইয়ে তাঁর গলা নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছিলেন অজ্ঞাতপরিচয় কেউ।

কথাটা সে সময়ে ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়েছিল মুম্বইয়ের বাঙালি শিল্পীদের মনে। আরতি বলেছিলেন, “সে এক দিন গিয়েছে। মুম্বইতে স্ট্রাগল করছি তখন। হঠাৎই একদিন শরীরে প্রবল অস্বস্তি। পা ফুলে ঢোল। অসম্ভব যন্ত্রণা। ডাক্তারের কাছে গেলাম। পেট থেকে বেরোলো সে সব আজগুবি পদার্থ।” আজও গায়িকা জানতে পারেননি ঠিক কোন খাবারে, কে, কী মিশিয়ে দিয়েছিল। তবে এটা জানা গিয়েছিল, বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সেই থেকে পায়ে যে ব্যথা শুরু হয় আরতির, আজও তা চলছে। ওই ঘটনার পর থেকে আর একটানা বসে রেওয়াজ করতে পারেন না বর্ষীয়ান শিল্পী। পরিশ্রম করার ক্ষমতাও কমে গিয়েছিল তাঁর।

টানা চিকিৎসার পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন আরতি। শিল্পীজীবনে অনেক ওঠাপড়া। নানা সময়ে নানা সমস্যা ঘিরে ধরেছে তাঁকে। সে কথা আড়াল করেননি তিনি। প্রকাশ্যে এনেছেন বলিউডের প্রকৃত চেহারা। আরতির কথায়, “তখনও মুম্বইয়ে গায়িকাদের মধ্যে পারস্পরিক সম্পর্কটা অসম্ভব রেষারেষির ছিল। গল্পগুজব, আড্ডাটাড্ডা দেওয়ার তো কোনও প্রশ্নই নেই। হার্ডকোর প্রফেশনাল একটা দুনিয়া। কেউ কাউকে জায়গা ছাড়ে না।” কলকাতায় এ রকম হাড্ডাহাড্ডি লড়াই নেই, সে কথাও জানাতে ভোলেননি।

পরজন্মেও কি আরতি মুখোপাধ্যায়ই হতে চান? জবাব দিতে গিয়ে গায়িকার কণ্ঠে আফসোস ঝরেছে। তিনি বলেছেন, “আবার যদি জন্মাই, তবে যেন একটু ধূর্ত হয়ে জন্মাতে পারি। সারা জীবন শুধু আঘাত পেয়ে গেলাম। এড়িয়ে যাওয়ার কায়দাটা পরজন্মে শিখে আসব।”

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

Arati Mukherjee Singer Birthday
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy