যতই বিতর্ক হোক, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ তাঁর পারফরম্যান্স নিয়ে আপাতত খুশি সকলে। তিনি ঐশ্বর্যা রাই বচ্চন। কিন্তু এই ছবিতে সই করার পিছনে একটি বিশেষ কারণ ছিল নায়িকার। জানেন সেটা কী?
ঐশ্বর্যার কথায়, ‘‘সত্যিটা হল, কর্ণ আমার বন্ধু। ওর সঙ্গে সব সময়ই কাজের ইচ্ছে ছিল। এর আগে অনেক বার সুযোগ এলেও কোনও না কোনও কারণে হয়ে ওঠেনি। ফলে ও বলতেই আমি রাজি হয়ে গিয়েছিলাম। পরে চরিত্রটাও ভাল লেগে গেল। ছবিটা আসলে বন্ধুত্বের সেলিব্রেশন।’’
ছবি মুক্তির আগেই রণবীরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল পেজ-থ্রিতে। এমনকী নাম না করে জয়া বচ্চনও তাঁকে বিঁধেছিলেন। সে সবেরও জবাব দিয়েছেন অ্যাশ। এ বার শেয়ার করলেন আরও এক অজানা তথ্য।
ছবি: সংগৃহীত।
আরও পড়ুন, ঐশ্বর্যার জীবনের এই আট বিতর্কিত বিষয়ের কথা জানতেন?