Advertisement
E-Paper

নন্দন সংস্কৃতির কেন্দ্র, সেখানেও যদি পরিচালকেরা নিজেদের প্রমাণ করার সুযোগ না পান তো কোথায় যাবেন: অর্জুন

অর্জুনের প্রশ্ন, "'জাতীয় পুরস্কার'-এর মতো সম্মানও তা হলে প্রাইম টাইম শো পাওয়ার জন্য যথেষ্ট নয়?"

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ১৯:০০
Why Arjunn Dutta\\\\\\\\\\\\\\\'s National Award Winning Film Deep Fridge Does Not Get Prime Time Show At Nandan

পরিচালক অর্জুন দত্ত। ছবি: সংগৃহীত।

ফের কাঠগড়ায় সত্যজিৎ রায়ের সাধের 'নন্দন'! পরিচালক অর্জুন দত্তের অভিযোগ, "প্রাইম টাইম শো অর্থাৎ, বিকেল চারটে থেকে রাত ন'টার মধ্যে শো দেওয়ার আশ্বাস জানিয়েও আচমকা 'ডিপ ফ্রিজ' ছবিটিকে সেই শো দিচ্ছেন না নন্দন কর্তৃপক্ষ।" সেখানে দুপুর ১টায় ছবিটি দেখানো হবে।

আনন্দবাজার ডট কম-এর মাধ্যমে পরিচালক প্রশ্ন তুলেছেন, "'জাতীয় পুরস্কার'-এর মতো সম্মানও তা হলে প্রাইম টাইম শো পাওয়ার জন্য যথেষ্ট নয়?" এ-ও জানতে চেয়েছেন, নন্দন শহরের সংস্কৃতির পীঠস্থান। সেখানে যদি পরিচালকেরা নিজেদের প্রমাণ করার সুযোগ না পান, তা হলে কোথায় নিজেদের প্রমাণ করবেন?

২১ নভেম্বর মুক্তি পাচ্ছে অর্জুনের এই ছবিটি। মুখ্য ভূমিকায় আবীর চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, অনুরাধা মুখোপাধ্যায়। পরিচালক জানিয়েছেন, তিনি সীমিত অর্থের কারণে খুব বেশি প্রচার করতে পারেননি। তার পরেও পূর্ণ সহযোগিতা পেয়েছেন অভিনেতা এবং দলের বাকিদের থেকে। নন্দনের থেকেও তিনি সহযোগিতা পাবেন আশা করেছিলেন। সেটা কেন পেলেন না, জানতে পারেননি।

বাকি প্রেক্ষাগৃহে প্রাইম টাইম শো পেয়েছে ছবিটি। সে ক্ষেত্রে একটি প্রেক্ষাগৃহে না পেলে সমস্যা কোথায়? নিজের স্বপক্ষে অর্জুনের যুক্তি, "নন্দনে কোনও ছবি ভাল চললে সেটা লোকমুখে ছড়ায়। তাই নন্দন আমার কাছে গুরুত্বপূর্ণ।" তিনি এই ভয়ও পাচ্ছেন, দুপুরে কেউ ছবি দেখতে আসবেন না। তার ফলে দ্বিতীয় সপ্তাহেই হয়তো ছবিটি সরিয়ে দেওয়া হবে। এর আগে অনীক দত্ত, দেবের ছবি প্রেক্ষাগৃহই পায়নি! সে প্রসঙ্গ তুলতেই অর্জুন বললেন, "আজ আমি সবার হয়েই বলছি। এর আগে এ ভাবে যা বলিনি।"

কেন অর্জুনের ছবি নিয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্তবদল? জানতে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল নন্দনের ভারপ্রাপ্ত আধিকারিক শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি ফোনে সাড়া দেননি। তাঁকে বার্তা পাঠানো হলে, তারও কোনও উত্তর মেলেনি তাঁর থেকে। জানা গিয়েছে, নন্দন কর্তৃপক্ষ একটি সরকারি পুরস্কার অনুষ্ঠানে নাকি ব্যস্ত। নন্দন স্ক্রিনিং কমিটির অন্যতম সদস্য পরিচালক প্রেমেন্দুবিকাশ চাকীর সঙ্গে যোগাযোগ করা হলে, তিনিও এ বিষয়ে কিছু বলতে নারাজ।

Deep Fridge Nandan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy