‘আই লাভ ইউ বেবি...অ্যান্ড ইফ ইটস কোয়াইট অলরাইট আই নিড ইউ, বেবি…
ব্যাকগ্রাউন্ডে বাজছে গানটা। আর সামনে গোলাপি বিছনায় রাত পোশাকে বসে বাংলার ‘রানিমা’ দিতিপ্রিয়া। তালে তালে দুলছেন, ক্যামেরায় নিজেকে দেখছেন, পাউট করছেন আবার মিষ্টি হেসে মাথা দুলিয়ে একচোখ বুজে মজার ভঙ্গি করে দেখাচ্ছেন ভিকট্রি সাইন।
পোলকা ডট স্লিপিং সুটে ভারি মিষ্টি দেখাচ্ছে দিতিপ্রিয়াকে। সময় বলছে ভিডিয়ো পোস্ট হয়েছে রাত সাড়ে এগারোটায়। নির্ঘাত ঘুম আসছিল না। হয়তো তাই পছন্দের গান চালিয়ে সময় কাটাচ্ছিলেন ‘রানিমা’।