Advertisement
E-Paper

ডায়ানাকে ‘প্যান্টি’ বললেন মিকা?

ধরুন আপনার পদবী ‘পেন্টি’। সেটাই যদি বিকৃত করে কেউ ‘প্যান্টি’ বলে! কেমন লাগবে তখন? নিশ্চয়ই অপমানিত বোধ করবেন। ঠিক এই ঘটনাই ঘটেছে বলি নায়িকা ডায়ানা পেন্টির সঙ্গে। আর এই কাণ্ড ঘটালেন গায়ক মিকা সিংহ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৬ ১২:৩১

ধরুন আপনার পদবী ‘পেন্টি’। সেটাই যদি বিকৃত করে কেউ ‘প্যান্টি’ বলে! কেমন লাগবে তখন? নিশ্চয়ই অপমানিত বোধ করবেন। ঠিক এই ঘটনাই ঘটেছে বলি নায়িকা ডায়ানা পেন্টির সঙ্গে। আর এই কাণ্ড ঘটালেন গায়ক মিকা সিংহ।

বিষয়টা ঠিক কী?

সম্প্রতি মুম্বইতে ‘হ্যাপি ভাগ জায়েগি’-র মিউজিক্যাল প্রমোশনে হাজির ছিল গোটা টিম। পরিচালক মুদাসার আজিয়া, প্রযোজক কৃষিকা লুলা তখন মঞ্চে। একে একে ওঠেন ডায়ানা সহ গোটা টিম। হাজির ছিলেন মিকাও। অডিয়েন্সের সামনে মাইক হাতে হঠাত্ মিকা হাসতে হাসতে বলেন, ‘‘ডায়ানা প্যান্টি, মিকা কাছা।’’

মিকার এই বিতর্কিত মন্তব্যে স্তম্ভিত হয়ে যান উপস্থিত সকলে। দর্শকদের মধ্যে থেকেও নানা রকম মন্তব্য ভেসে আসতে থাকে। রাগে মুখ লাল হয়ে যায় ডায়ানার। সকলের সামনে তাঁর পদবী বিকৃত করার জন্য অপমানিত বোধ করেন নায়িকা। কিন্তু প্রকাশ্যে মিকাকে কিছুই বলেননি।

পরে ডায়ানা ঘনিষ্ঠ মহলে রাগে ফেটে পড়েন। শুধুমাত্র সিনক্রিয়েট করে অনুষ্ঠান বানচাল করতে চাননি বলে নাকি সে দিন মিকাকে কিছু বলেননি। তবে মিকার ওপরে যে তিনি বিরক্ত তা বুঝিয়ে দিয়েছেন তাঁর ব্যবহারে। গোটা বলি মহলও মিকার ব্যবহারে অবাক। তবে কেউ কেউ অবশ্য বলছে, রাখি সবন্তকে প্রকাশ্যে চুমু খেয়ে যখন মিকা পাবলিসিটি কুড়োতে পারেন তখন এই কুরুচিকর মন্তব্যও একমাত্র মিকার পক্ষেই করা সম্ভব।

আরও পড়ুন, কন্ডোমের বিজ্ঞাপনে চমকে দিলেন সানি!

Diana Penty Mika Singh Happy Bhag Jayegi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy