হ্যাঁ, ঠিকই পড়ছেন। ভিডিওতে দেখতেও পাবেন। খাটে নয়, বরং ঘরের মেঝেতেই শুয়ে পড়েছেন সলমন খান।
আরও পড়ুন, গেস করুন তো, সলমন খান কীসে ভয় পান?
আসলে শিশুদের সঙ্গ সবসময়ই পছন্দ করেন ভাইজান। কোনও এক সময় সাক্ষাত্কারে তাঁকে বলতে শোনা গিয়েছে, স্ত্রী নয়, বরং সন্তানের আকাঙ্ক্ষাই তাঁর বেশি। ফলে খুদেদের সঙ্গে যে তিনি জমিয়ে খেলবেন তা তো সকলেরই জানা। এই মুহূর্তে খান পরিবারে সবচেয়ে খুদে সদস্য আহিল। সলমনের বোন অর্পিতা খানের ছেলে। মামা-ভাগ্নের ভালই জমে। আহিলের জন্মের পর থেকেই সলমনের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি অর্পিতা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। এ বার তেমনই একটি ভিডিও টুইটারে শেয়ার করলেন তিনি।
আরও পড়ুন, বিয়ে করা মানে টাকার অপচয়, মনে করেন সলমন
ভিডিওতে দেখা যাচ্ছে মেঝেতে পেতে রাখা বিছানায় শুয়ে পড়েছেন সলমন। খেলছেন আহিলের সঙ্গে। মামার সঙ্গে খেলে মজা পাচ্ছে ভাগ্নেও। সেই ভিডিওই এখন সোশ্যাল অডিয়েন্সের পছন্দের তালিকার শীর্ষে।
— Arpita Khan Sharma (@khanarpita) August 7, 2017
ভিডিওতে দেখা যাচ্ছে মেঝেতে পেতে রাখা বিছানায় শুয়ে পড়েছেন সলমন। খেলছেন আহিলের সঙ্গে। মামার সঙ্গে খেলে মজা পাচ্ছে ভাগ্নেও। সেই ভিডিওই এখন সোশ্যাল অডিয়েন্সের পছন্দের তালিকার শীর্ষে।