Advertisement
E-Paper

‘ডিপ ফ্রিজ’-এর পর ‘পুতুলনাচের ইতিকথা’, আবীর কি শুধু অন্য ধারার ছবিতেই অভিনয় করবেন?

অন্য ধারার একের পর এক ছবিতে এ যেন অন্য আবীর চট্টোপাধ্যায়। যা দেখে টলিউডে গুঞ্জন, দর্শকও কি অন্য ঘরানার ছায়াছবিতেই বেশি দেখতে চাইছেন অভিনেতাকে?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৫ ১২:০৩
অন্য ধারার ছবিতেও অদ্বিতীয় আবীর চট্টোপাধ্যায়?

অন্য ধারার ছবিতেও অদ্বিতীয় আবীর চট্টোপাধ্যায়? ছবি: ফেসবুক।

আবীর চট্টোপাধ্যায় কি বদলে যাচ্ছেন? নাকি তাঁর ভাবনায় বদল ঘটছে? যার ছায়া এসে পড়ছে তাঁর অভিনীত ছবিতেও!

যেমন, সুমন মুখোপাধ্যায় পরিচালিত ‘পুতুলনাচের ইতিকথা’। ৯০ বছর আগে মানিক বন্দ্যোপাধ্যায় উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ লিখে সাড়া ফেলে দিয়েছিলেন। শুক্রবার মুক্তি পেল সুমন মুখোপাধ্যায় পরিচালিত সেই উপন্যাসের চিত্ররূপ। ছবিতে নায়ক ‘শশী’র ভূমিকায় আবীর। ছবির বিশেষ প্রদর্শনে তাঁর অভিনয় দেখে আমন্ত্রিত তারকা অভিনেতা, সমালোচকেরা মনে করছেন আবীর বদলে যাচ্ছেন।

আবীরকে নিয়ে এই চর্চার নেপথ্যে রয়েছে আরও একটি কারণ। নতুন ছবি মুক্তির দিনে তাঁর মুকুটে আরও একটি পালক জুড়েছে। এ দিন তাঁর আর একটি ছবি ‘ডিপ ফ্রিজ’ বিশেষ ভাবে সম্মানিত হয়েছে। অর্জুন দত্তের এই ছবিতে আবীরের বিপরীতে তনুশ্রী চক্রবর্তী। বিচ্ছেদ পরবর্তী জীবনে প্রাক্তন স্বামী-স্ত্রীর সম্পর্ক কেমন? অর্জুন তাঁর ছবিতে তুলে ধরেছেন। এটিও অভিনেতার অন্য ধারার ছবি। বিশেষ সম্মান কি তা হলে শুক্রবারের চর্চিত বিষয়কেই মান্যতা দিল?

‘পুতুলনাচের ইতিকথা’ ছবির বিশেষ প্রদর্শনে আবীর চট্টোপাধ্যায়-জয়া আহসান।

‘পুতুলনাচের ইতিকথা’ ছবির বিশেষ প্রদর্শনে আবীর চট্টোপাধ্যায়-জয়া আহসান। ছবি: ফেসবুক।

আনন্দবাজার ডট কম প্রশ্ন করেছিল আবীরকে। বড় পর্দার ‘শশী’র কথায়, “এ রকম কোনও ভাবনা আমার অন্তত নেই। আমি পর্দায় ‘শশী’ চরিত্রটিকে যতটা উপভোগ করি ততটাই খুশি ‘রক্তবীজ ২’-এর ‘পঙ্কজ সিংহ’ হয়ে। কিংবা অভিরূপ ঘোষের নতুন ছবিতে ‘পুরুত’ হয়ে। এবং অবশ্যই ‘সোনাদা’।” আবীর এখনই নিজেকে বদলাতে চান না। বরং যত ধরনের চরিত্র, যত রকম ধারার ছবিতে অভিনয়ের সুযোগ পাবেন সবটাই উপভোগ করতে চান।

শুক্রবার সকালটাই নায়কের শুরু হয়েছে অন্য ভাবে। এ দিন থেকে উত্তর কলকাতায় শুটিং শুরু হয়েছে অভিরূপের। “সকাল সকাল পৌঁছে গিয়েছি শুটিংয়ের জায়গায়। সারা দিন কাজেই ব্যস্ত ছিল। নতুন চরিত্র, নতুন সাজ— সব মিলিয়ে অন্য রকম অনুভূতি। সন্ধ্যায় ‘পুতুলনাচের ইতিকথা’র বিশেষ প্রদর্শন,” বলেন অভিনেতা। চরম ব্যস্ততার মধ্যেই যখন বিশেষ সম্মানের কথা তাঁর কানে পৌঁছোয়, আবীরের মনে হয়েছিল, এক একটা দিন সম্ভবত এ রকমই হয়। হাজার ব্যস্ততার মধ্যেও খুশির খবর টাটকা অক্সিজেন হয়ে আসে। মন তাজা করে দেয়।

কথায় কথায় আবীর ফিরে গিয়েছেন ২০২৩-এ। অর্জুন যখন তাঁকে প্রথম গল্প শুনিয়েছিলেন, তিনি কিছুতেই সময় দিতে পারছিলেন না। তাই প্রাথমিক কথাবার্তা বেশি দূর এগোয়নি। বেশ কিছু দিন পরে পরিচালক আবারও তাঁর কাছে। অনুরোধ, ছবির নায়ক তাঁকেই হতে হবে। এ বার আর অর্জুনকে ফিরিয়ে দিতে মন চায়নি। কারণ, তত দিনে ছবির গল্প তাঁরও মনে গেঁথে গিয়েছে। খুঁটিয়ে চিত্রনাট্য এবং নিজের ‘চরিত্র’ সম্পর্কে বিস্তারিত জানার পর শুটিং শুরু। আবীরের কথায়, “শুটিংয়ের স্মৃতি নতুন করে মনে পড়ছিল, জানেন।” এ-ও জানিয়েছেন, বাকি পরিচালকদের তুলনায় অর্জুন নবীন। তাঁর ঝুলিতে এই সম্মানযোগকে তিনি তাই বিশেষ নজরে দেখছেন।

অর্জুন দত্তের ‘ডিপ ফ্রিজ’ ছবিতে আবীর চট্টোপাধ্যায়-তনুশ্রী চক্রবর্তী।

অর্জুন দত্তের ‘ডিপ ফ্রিজ’ ছবিতে আবীর চট্টোপাধ্যায়-তনুশ্রী চক্রবর্তী। ছবি: ফেসবুক।

আবীর অভিনীত ছবির এই বিশেষ সম্মানলাভ যদিও নতুন নয়। এর আগে নায়ক অভিনীত ‘বিসর্জন’ একই সম্মানে সম্মানিত। প্রথম বারের সেই উত্তেজনা বা ভাললাগা দ্বিতীয় বারেও কি থাকে? এমন সম্মানপ্রাপ্তির কথা শোনার পর কার মুখ প্রথমে মনে আসে?

“অবশ্যই পরিবারের সকলের”, হাসিমুখে বললেন তিনি। জানান, ‘পুতুলনাচের ইতিকথা’ বিদেশে সম্মানিত। তবুও তিনি নিজের শহরের মানুষদের অনুভূতি জানতে উদ্গ্রীব। একই ভাবে বিদেশে সম্মানিত হওয়ার পরেও নিজের দেশের সেরা সম্মান পাওয়ার আকাঙ্ক্ষা থেকেই যায়। যদি সবচেয়ে বড় স্বীকৃতিতে তাঁর অভিনীত ছবি সম্মানিত হয়, সেটা তাঁর কাছে পরম পাওয়া। সেটা প্রথম বার হোক বা দ্বিতীয় বার। পাশাপাশি এটাও স্বীকার করে নিয়েছেন, প্রথম বার সম্মান পাওয়ার সময় তাঁর বয়স কম ছিল। তাই তুলনায় বেশি উত্তেজনা ছড়িয়েছিল মনে। এ বারেও তিনি খুশি। কিন্তু এ বার তিনি আনন্দ সামলে নিতে পেরেছেন।তাই বিশেষ দিনকে কেন্দ্র করে হুল্লোড় বা উদ্‌যাপনে মাতায় বিশ্বাসী নন তিনি।

আবীরের যুক্তি, “উদ্‌যাপনে ততটাও বিশ্বাসী নই। নিজের কাজ করে যাওয়ায় যতটা বিশ্বাসী।” কিন্তু টিম ‘ডিপ ফ্রিজ’ তাঁকে ডাকলে তিনি ফেরাবেন না। “ওঁদের সঙ্গে অবশ্যই আনন্দ করব। কারণ, আমরা সকলে মিলে পরিশ্রম করায় এই দিন দেখতে পাচ্ছি।”

Abir Chatterjee Putul Nacher Itikotha Deep Fridge
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy