মূক ও বধির এক ছোট্ট মেয়ে পাকিস্তান থেকে ভারতে এসে হারিয়ে গিয়েছিল। কী ভাবে সে ফিরে যাবে পরিজনেদের কাছে, তা নিয়েই ২০১৫ সালে তৈরি হয়েছিল বলিউডের ছবি ‘বজরঙ্গি ভাইজান’। এক ধর্মপ্রাণ ভারতীয় হিন্দু যুবকের চরিত্রে অভিনয় করেছিলেন সলমন খান। আর নওয়াজ়উদ্দিন সিদ্দিকিকে দেখা গিয়েছিল পাকিস্তানি এক সাংবাদিকের ভূমিকা। সম্প্রতি ছবিটির সিক্যুয়েল নির্মাণের সম্ভাবনা প্রবল হয়েছে। বোঝাই যাচ্ছে ফের পর্দায় দেখা যাবে সলমনকে। কিন্তু নওয়াজ়কেও কি দেখা যাবে সেই সফরে?
সাংবাদিকদের তরফে এ প্রশ্ন উঠতেই পরিষ্কার নিজের মনোভাব ব্যক্ত করেছেন নওয়াজ়। বছর পঞ্চাশের অভিনেতা দাবি করেছেন, তিনি কাউকে গিয়ে বলতে পারবেন না প্রথম পর্বে ছিলেন বলে তাঁকে দ্বিতীয় পর্বেও নিতে হবে। সম্প্রতি ‘বজরঙ্গি ভাইজান’ ছবির কাহিনিকার ভি ভিজেন্দ্র দাবি সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, তিনি সলমনের সঙ্গে কথা বলেছেন ছবিটির পরবর্তী অংশের জন্য। তার পরই নওয়াজ়ের কাছে সাংবাদিকরা প্রশ্ন রাখেন তাঁর চরিত্রে ফেরা নিয়ে।
আরও পড়ুন:
নওয়াজ় এ প্রসঙ্গে বলেছেন, “সিক্যুয়েল তৈরি হচ্ছে কি না আমি এখনও জানি না। তবে আমি গিয়ে বলতে পারব না যে আগের ছবিতে আমি ছিলাম, এ বারও আমাকে নাও। নির্মাতাদের যদি প্রয়োজন হয়, তা হলে আমি হাজির হয়ে যাব।”
সিক্যুয়েলে ফেরা প্রসঙ্গেই উঠে আসে ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এর কথাও। সেখানে সিক্যুয়েল হলে কি নওয়াজ়কে দেখা যাবে না? এর উত্তরে অভিনেতা বলেন, “ওই ছবি তৈরিই হবে না। কারণ পরিচালকই সেটা চান না। অনুরাগ কাশ্যপের সব থেকে বড় গুণ হল, তিনি কোনও ভাবেই স্মৃতিমেদুরতায় আটকে পড়েন না। অনুরাগ বিশ্বাস করেন, একবার যা হয়ে গেল তা গেল, এ বার এগিয়ে চলা যাক।”