৫টি নতুন ধারাবাহিক আসছে ছোট পর্দায়। লকডাউনের আগে এমন ঘোষণা শোনা গিয়েছিল জি বাংলা, স্টার জলসার তরফ থেকে। তালিকায় রয়েছে ‘রবির নতুন বউঠান’, ‘মীরাবাঈ’, ‘ধুলোকণা’, ‘মন ফাগুন’ এবং ‘সর্বজায়া’। আচমকা লকডাউন ঘোষণায় পুরোটাই অনিশ্চিত। নতুন ধারাবাহিকগুলোর ভবিষ্যৎ কী?
প্রযোজক স্নিগ্ধা বসু, স্নেহাশিস চক্রবর্তী, অভিনেতা দেবাদৃতা বসুর সঙ্গে কথা বলল আনন্দবাজার ডিজিটাল। কী জানালেন তাঁরা? প্রযোজনা সংস্থা অ্যাক্রোপলিসের আগামী নিবেদন ‘মন ফাগুন’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন শন বন্দ্যোপাধ্যায়-সৃজলা গুহ। ‘এখানে আকাশ নীল’ খ্যাত শন এই ধারাবাহিকে পর্যটকদের পথপ্রদর্শক। ইতিমধ্যেই মেগার কিছু শ্যুটিং হয়েছে মিরিকে। সেই ব্যাঙ্কিং দিয়েই কি শুরু হবে ধারাবাহিক?
সংস্থার কর্ণধার স্নিগ্ধা জানালেন, প্রোমো দেখানো হলেও কোনও নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি। ফলে, সেই চাপ এই মুহূর্তে প্রযোজনা সংস্থার কাঁধে নেই। নতুন ধারাবাহিকের ভবিষ্যৎ প্রসঙ্গে তাঁর দাবি, শুধুই নতুন ধারাবাহিক নয়, অনিশ্চয়তার মুখে পুরনো ধারাবাহিকগুলোও। কারণ, একটা সময়ের পর ব্যাঙ্কিং ফুরিয়ে যাবে। নতুন ধারাবাহিকের কিছু অংশের শ্যুট শেষ। আগামী মাসেও লকডাউন থাকলে সেগুলো দেখিয়েই কি সম্প্রচার শুরুর কথা ভাবছেন প্রযোজক? স্নিগ্ধার স্পষ্ট জবাব, ‘‘এক মাস দেখানোর মতো শ্যুটিং করতে পারিনি। তাছাড়া, ফেডারেশন এবং আর্টিস্ট ফোরামের নির্দেশ ছাড়া এক পা-ও চলব না।’’
‘আলো ছায়া’র ‘আলো’ ওরফে দেবাদৃতা বসু নতুন ধারাবাহিক ‘মীরাবাঈ’-এ মুখ্য চরিত্রে অভিনয় করছেন।