পাখির চোখ আগামী ২ এপ্রিল। কারণ ওই দিন অনুরাগীদের সঙ্গে বিশেষ মিটিং করবেন সুপারস্টার রজনীকান্ত। তারপরই তাঁর রাজনৈতিক কেরিয়ার ফের ঝালিয়ে নেওয়ার সম্ভবনা দেখা যেতে পারে। তবে এখনই তামিলনাড়ু জুড়ে বেশ কিছু পোস্টার পড়েছে। যেখানে রজনীর রাজনীতিতে যোগ দেওয়ার ইঙ্গিত রয়েছে।
আরও পড়ুন, প্রকাশ্যে রানিকে উপেক্ষা করলেন কাজল-অজয়!
তামিল জনতার একটা বড় অংশের ইচ্ছে, এ মুহূর্তে রাজনীতিতে সক্রিয় ভাবে যোগদান করে তামিলনাড়ুকে বাঁচান থালাইভা। যদিও রজনীর ঘনিষ্ঠ সূত্রের দাবি, এখনও পর্যন্ত এটা গুজব। তাঁর মুখমাত্র জানিয়েছেন, বছরে একবার করে অনুরাগীদের সঙ্গে দেখা করেন রজনী। বিভিন্ন জেলা থেকে অনুরাগীরা চেন্নাই যান তারকার সঙ্গে দেখা করতে। এটাও সেই বার্ষিক মিটিং। তবে মিটিং শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।