পাশাপাশি বসে তাঁরা। পোশাকেও কাকতালীয় ভাবে অল্পবিস্তর মিল। দু’জনের সাজেই কালো রঙের প্রাধান্য। পেশার কারণে তাঁদের চেনাজানাও অনেক বছরের। ব্যস্ততার কারণে মুখোমুখি কম হন হয়তো। বুধবার এক বিনোদনমূলক অনুষ্ঠানে এসেছিলেন উভয়ে। রুদ্রনীল ঘোষ এবং সেই নায়িকা পাশাপাশি বসেছিলেন।
সেখানেই অভিনেতাকে অনুষ্ঠান শুরুর কিছু ক্ষণ পর থেকেই মন খুলে আড্ডা দিতে দেখা যায়।
কখনও মুঠোফোনে ধরে রাখা নানা ছবি, তথ্য দেখানো। কখনও নিছক গল্পগুজব। ব্যস্ত দিনে দুই ‘বন্ধু’র বাক্যালাপ আকৃষ্ট করেছে উপস্থিত সাংবাদিকদেরও। দুই অভিনেতার এই নির্ভেজাল আড্ডা ক্যামেরাবন্দি করার লোভ সামলাতে পারেননি তাঁরা। সামনে ধোঁয়া ওঠা কফির কাপ। আড্ডা দিতে দিতে নায়িকা গলা ভিজিয়েছেন কালো কফিতে। রুদ্রনীলের কফিতে দুধ কফি। তিনি আবার নায়িকাকে সৌজন্যের খাতিরে নিজের প্লেট থেকে বিস্কুটও তুলে দিতে চেয়েছেন! যদিও নায়িকা সঙ্গে সঙ্গে নিরস্ত করেছেন তাঁকে।
যাঁদের আড্ডা এ দিনের চর্চার বিষয় তাঁদের একজন রুদ্রনীল। অন্য জন কে?
তাঁর ঘিয়েরঙা সিল্কের সিক্যুইনের পঞ্চকাটের টপ, কালো ডিজ়াইনার পা ছোঁয়া স্কার্ট, কাঁধছোঁয়া দুল ক্যামেরায় ধরা পড়েছে। লম্বা চুল ঘাড়ের একপাশে সামলাতে সামলাতে নায়িকা মনোযোগী শ্রোতা বেশি। রুদ্রনীলের আড্ডায় কথা বলেছেন তুলনায় কম।
কিন্তু কে এই নায়িকা? বুধবার সাংবাদিকদের সামনে প্রকাশ্যে আসে বাংলা জি ৫-এর সিরিজ় ‘গণশত্রু’র প্রথম ঝলক। এই সিরিজ়েই দেখা যাবে রুদ্রনীল ঘোষ, পাওলি দামকে। দুটো ভিন্ন গল্পে। এ দিন তাঁরা পাশাপাশি বসে আড্ডা দেন জমিয়ে।