প্রায়ই শোনা যায়, অভিনেত্রী হয়ে ওঠার জন্য বলিউডের অনেককেই নানা উপদেশ দেওয়া হয়ে থাকে। সেই সম্পর্কে অবগত ইয়ামি গৌতম। যদিও, সে সবের ধার ধারেন না অভিনেত্রী। নিজের নিয়ম নিজেই তৈরি করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে শোনালেন, কেমন অদ্ভুত ধরনের উপদেশ পেয়েছিলেন সেই গল্প।
ইয়ামি জানান, এক বর্ষীয়ান রূপটানশিল্পী তাঁকে একবার ভ্রু বদলের পরামর্শ দেন। তিনি বলেন, “আমাকে একটা ভ্রু বদলে ফেলতে বলা হয়েছিল। এমন ভাবে সেটার আকার দিতে বলা হয়েছিল যাতে বাঁকা ভাবটা সরিয়ে ফেলা যায়। তাতে নাকি আমার মুখ সুচারু দেখতে লাগবে। ওঁরা বোধহয় চেয়েছিলেন আমার দুটো ভ্রু দেখে যেন মনে হয় যে দুটো শুঁয়োপোকা একে অন্যকে তেড়ে আসছে! বর্ষীয়ান শিল্পী তিনি। খুব কষ্ট পেয়েছিলাম। বলেছিলাম, এ সব ছেড়ে আপাতত তৈরি হওয়া উচিত।”
আরও পড়ুন:
‘কস্মেটিক সার্জারি’র ঘোরতর বিরোধী ইয়ামি। তাঁর মতে, ম্যাগাজিনের মলাটে ওই সৌন্দর্য দেখতেই ভাল লাগে। “কিন্তু, আমি একজন অভিনেত্রী। আমি পর্দায় এলে আমার মুখে কারও নজর পড়া উচিত নয়। তবে অভিনেত্রী না হলেও আমি কোনও সার্জারি করাতাম না। কারণ, এতে সাময়িক ভাবে সুন্দর দেখতে লাগলেও, পরে বিপদ হতে পারে।” তবে বলিউডের একাধিক অভিনেত্রীই নানা ধরনের সার্জারি করিয়ে থাকেন মুখে।