রবিবার অসমে পৌঁছেছে জ়ুবিন গার্গের নিথর দেহ। প্রিয় শিল্পীকে শেষশ্রদ্ধা জানাতে পথে নামেন তাঁর হাজারো অনুরাগী। সোমবারও প্রায় একই চিত্র দেখা গেল সরুসজাই স্টেডিয়ামে। অগুনতি মানুষের মাঝে এ দিন নিয়ে আসা হয় জ়ুবিনের চার পোষ্য সারমেয়কে। মনিবকে শেষ দেখার জন্যই তাদের নিয়ে আসা হয়।
আরও পড়ুন:
স্টেডিয়ামে এ দিন জ়ুবিনের স্ত্রী গরিমা কোলে করে নিয়ে ঢোকেন তাঁদের দুই সারমেয়কে। সেই সঙ্গে পরিবারের ঘনিষ্ঠদের কোলে তখন বাকি দুই চারপেয়ে সদস্য। প্রিয় মানুষকে শেষশ্রদ্ধা জানানোর, শেষবার দেখার অধিকার থেকে তাদের বঞ্চিত করা হয়নি। কফিনে নিস্পন্দন জ়ুবিন। তাঁর সামনে একে একে প্রত্যেক পোষ্যকে নিয়ে যাওয়া হয়। ওদের দেখে তখন খানিক ক্ষণের জন্য যেন স্তব্ধ গোটা স্টেডিয়াম। সমাজমাধ্যমে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে জ়ুবিনের। অন্য দিকে, গায়কের মরদেহের নতুন করে ময়নাতদন্ত করতে হবে বলে সোমবার নির্দেশ দিয়েছে অসম সরকার। প্রথম ময়নাতদন্তের রিপোর্ট জানিয়েছিল, জলে ডুবে মৃত্যু হয়েছে গায়কের। তার পরেও থেকে গিয়েছিল বেশ কিছু ধোঁয়াশা। তাই মঙ্গলবার ফের ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে অসম সরকার।