রবিবাসরীয় আমেজে যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান। গত সপ্তাহে একসঙ্গে দেখা দিলেও এ দিন ফের তাঁদের অনুরাগীদের সঙ্গে লুকোচুরি খেলছেন দুই তারকা। দুই ‘বিশেষ বন্ধু’ একই দিনে, প্রায় একই সময়ে, একই রকম ক্যাপশন লিখে নেটমাধ্যমে ধরা দিলেন। আর মিমি চক্রবর্তী তাঁর ‘বোনুয়া’র চেহারায় মাতৃত্বের আভা দেখে খুবই আপ্লুত। তার প্রমাণ নেটমাধ্যমেই।
নীল ও সাদা রঙের লম্বা ঝুলের পোশাক পরে রেস্তরাঁর সোফায় বসে ছবি তুললেন নুসরত। মুখে হাসি লেগে রয়েছে, চোখে প্রশান্তির ছাপ। অন্য দিকে সাদা ও সবুজ রঙের শার্টে ধরা দিয়েছেন যশ। তাঁরও মুখে হাসি। চোখ ঢাকা কালো চশমায়। তিনি দাঁড়িয়ে রয়েছেন কোনও এক রেস্তরাঁর ছাদে। পাশে টেবিল চেয়ার সাজানো।