গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম তামিল চলচ্চিত্র জগতের জনপ্রিয় মডেল-অভিনেত্রী যাশিকা আনন্দ। ভর্তি রয়েছেন হাসপাতালে।
শনিবার মধ্যরাতে মহাবলীপুরমের রাস্তায় অভিনেত্রীর গাড়ি উলটে যায়। তাঁর তিন জন বন্ধুও ছিলেন গাড়িতে। এক বন্ধুর মৃত্যু হয় ঘটনাস্থলে।
রাত ১টা নাগাদ তীব্র গতিতে একটি এসইউভি গাড়িকে ছুটে আসতে দেখেন স্থানীয়রা। তার পরেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে পড়ে যায় গর্তে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা সাহায্যের জন্য এগিয়ে আসেন। অভিনেত্রী-সহ আরও এক জনকে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু মৃত্যু হয় যাশিকার বন্ধু ভালিচেট্টি ভবানির।