Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Bollywood

‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির সেই বাচ্চা মেয়েটি এখন কী করছে জানেন?

‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির সেই ছোট্ট রাধিকাকে মনে আছে। এখন সেই বাচ্চা মেয়েটি বছর চব্বিশের এক ঝকঝকে তরুণী। তাঁর কিন্তু আরও পরিচয় আছে, কী জানেন?

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ জুন ২০১৮ ১১:৩৮
Share: Save:
০১ ০৮
‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির সেই ছোট্ট রাধিকাকে মনে আছে। সলমন, করিশ্মা, সইফদের সঙ্গে চুটিয়ে অভিনয় করেছিল সে দিনের সেই ছোট্ট রাধিকা। এখন সেই বাচ্চা মেয়েটি বছর চব্বিশের এক ঝকঝকে তরুণী। তাঁর কিন্তু আরও পরিচয় আছে, কী জানেন?

‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির সেই ছোট্ট রাধিকাকে মনে আছে। সলমন, করিশ্মা, সইফদের সঙ্গে চুটিয়ে অভিনয় করেছিল সে দিনের সেই ছোট্ট রাধিকা। এখন সেই বাচ্চা মেয়েটি বছর চব্বিশের এক ঝকঝকে তরুণী। তাঁর কিন্তু আরও পরিচয় আছে, কী জানেন?

০২ ০৮
নাম জোয়া আফরোজ। তিন বছর বয়স থেকে অভিনয় জীবনে পা রেখেছেন জোয়া।

নাম জোয়া আফরোজ। তিন বছর বয়স থেকে অভিনয় জীবনে পা রেখেছেন জোয়া।

০৩ ০৮
টেলি ধারাবাহিক আর অ্যাড ফিল্ম দিয়ে কেরিয়ার শুরু। ১৯৯৮ সালে স্টার প্লাসে ‘কোরা কাগজ’ ধারাবাহিকে শিশু অভিনেতা হিসেবে পর্দায় আত্মপ্রকাশ।

টেলি ধারাবাহিক আর অ্যাড ফিল্ম দিয়ে কেরিয়ার শুরু। ১৯৯৮ সালে স্টার প্লাসে ‘কোরা কাগজ’ ধারাবাহিকে শিশু অভিনেতা হিসেবে পর্দায় আত্মপ্রকাশ।

০৪ ০৮
১৯৯৪ সালে উত্তরপ্রদেশে জন্ম জোয়ার। আর এন শাহ স্কুল থেকে পড়া শেষ করে মুম্বইয়ের মিঠিবাই কলেজ থেকে স্নাতক করেন জোয়া। পড়াশোনার সঙ্গে পাল্লা দিয়ে চলতে থাকে অভিনয়।

১৯৯৪ সালে উত্তরপ্রদেশে জন্ম জোয়ার। আর এন শাহ স্কুল থেকে পড়া শেষ করে মুম্বইয়ের মিঠিবাই কলেজ থেকে স্নাতক করেন জোয়া। পড়াশোনার সঙ্গে পাল্লা দিয়ে চলতে থাকে অভিনয়।

০৫ ০৮
টেলি ধারাবাহিকের পাশাপাশি একাধিক অ্যাড ফিল্মেও শিশু অভিনেতা হিসেবে কাজ করেছেন জোয়া।

টেলি ধারাবাহিকের পাশাপাশি একাধিক অ্যাড ফিল্মেও শিশু অভিনেতা হিসেবে কাজ করেছেন জোয়া।

০৬ ০৮
১৯৯৯ প্রথম বড় রূপোলি পর্দায় পা রাখেন জোয়া। তখন তাঁর বয়স পাঁচ। ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবিতে ‘রাধিকা’ চরিত্রে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তিনি।

১৯৯৯ প্রথম বড় রূপোলি পর্দায় পা রাখেন জোয়া। তখন তাঁর বয়স পাঁচ। ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবিতে ‘রাধিকা’ চরিত্রে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তিনি।

০৭ ০৮
তারপর ক্রমশ ‘সন্ত জ্ঞানেশ্বর’, অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাইয়ের সঙ্গে ‘কুছ না কাহো’, হালে ‘দ্য এক্সপোজ’, ‘সুইটি ওয়েডস এনআরআই’ ছবিতে দেখা গিয়েছে জোয়াকে।

তারপর ক্রমশ ‘সন্ত জ্ঞানেশ্বর’, অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাইয়ের সঙ্গে ‘কুছ না কাহো’, হালে ‘দ্য এক্সপোজ’, ‘সুইটি ওয়েডস এনআরআই’ ছবিতে দেখা গিয়েছে জোয়াকে।

০৮ ০৮
অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও পারদর্শী জোয়া। ২০১৩ সালে ফেমিনা মিস ইন্ডিয়ার খেতাব জেতেন তিনি। ওই বছরই ‘ভারত রত্ন ডক্টর অম্বেডকর বিউটি কুইন অব দ্য ইয়ার’ খেতাবও ঝুলিতে পুরেছিলেন জোয়া। তা ছাড়া, ২০১৪ সালে ‘দ্য এক্সপোজ’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারও জেতেন তিনি।

অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও পারদর্শী জোয়া। ২০১৩ সালে ফেমিনা মিস ইন্ডিয়ার খেতাব জেতেন তিনি। ওই বছরই ‘ভারত রত্ন ডক্টর অম্বেডকর বিউটি কুইন অব দ্য ইয়ার’ খেতাবও ঝুলিতে পুরেছিলেন জোয়া। তা ছাড়া, ২০১৪ সালে ‘দ্য এক্সপোজ’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারও জেতেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE