‘ইমপসিবল ইজ নাথিং’
এই কথাটাই বিশ্বাস করেন হৃতিক রোশন। আর সেটাই বলেছিলেন দিদি সুনয়নাকেও। কিন্তু হঠাত্ এ প্রসঙ্গ উঠল কেন?
আরও পড়ুন, পুজোয় কোন বিশেষ কারণে নীলাঞ্জনার উপর ভরসা করেন যিশু?
আসলে বরাবরই হৃতিক ফিটনেস সচেতন। মনে করেন, সুস্থ থাকার জন্য সবার আগে ফিট থাকা জরুরি। সে পরামর্শ দিদিকেও দিতেন। কিন্তু সুনয়নার প্রচুর ওজন ছিল। হ্যাঁ, ছিল। কারণ ব্যায়াম করে, ডায়েট করে তিনি এখন স্লিম। বেশি ওজন থাকাকালীন কখনও নাকি ডিপ্রেশনেও ভুগতেন তিনি। কারও সামনে বেরতে চাইতেন না। তবে এখন আর সে সমস্যা নেই। কারণ নিজের লুকটাই বদলে ফেলেছেন।
আরও পড়ুন, কপিল শর্মার শো বন্ধ হওয়ার জন্য কে দায়ী?
আসলে হৃতিকের ওই কথাটা মনেপ্রাণে বিশ্বাস করেছিলেন সুনয়না। তিনি ভাবতে পেরেছিলেন কিছুই অসম্ভব নয়। ওজন কমিয়ে ফেলার পর এখন তারই প্রমাণ পেয়েছেন হাতে নাতে। সুনয়নার এই পরিবর্তনের ছবি শেয়ার করেছেন খোদ হৃতিক। টুইট করে তিনি লেখেন ‘… দিদি তোমার জন্য আমি গর্বিত।’ ' !!
Now that's what I call a transformation !! So so proud of you didi @roshansunaina #keepgoing #impossibleisNothing pic.twitter.com/yQA4OZ4N9K
— Hrithik Roshan (@iHrithik) September 7, 2017
আসলে হৃতিকের ওই কথাটা মনেপ্রাণে বিশ্বাস করেছিলেন সুনয়না। তিনি ভাবতে পেরেছিলেন কিছুই অসম্ভব নয়। ওজন কমিয়ে ফেলার পর এখন তারই প্রমাণ পেয়েছেন হাতে নাতে। সুনয়নার এই পরিবর্তনের ছবি শেয়ার করেছেন খোদ হৃতিক। টুইট করে তিনি লেখেন ‘… দিদি তোমার জন্য আমি গর্বিত।’