Advertisement
E-Paper

মেসি আপনার হাতের মুঠোয়

আপনিই বাড়াবেন থ্রু পাস। আপনিই খেলবেন ক্যাম্প ন্যু-তে। ভিডিয়ো গেমসের দুনিয়ায় আলোড়ন তুলছে ‘ফিফা ২০১৫’। লিখছেন সোহম দেআপনিই বাড়াবেন থ্রু পাস। আপনিই খেলবেন ক্যাম্প ন্যু-তে। ভিডিয়ো গেমসের দুনিয়ায় আলোড়ন তুলছে ‘ফিফা ২০১৫’। লিখছেন সোহম দে

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৫ ০০:০১

লিওনেল মেসির বাঁ পা নিয়ে তিন-চারজন ডিফেন্ডারকে নাস্তানাবুদ করা।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে সেই বিখ্যাত নাকেলবল ফ্রি-কিক মারা। দ্য স্পেশ্যাল ওয়ান হোসে মোরিনহোর পরিবর্তে চেলসির কোচ হয়ে ক্লাবকে প্রিমিয়ার লিগ জিততে সাহায্য করা।

কোনও ক্রীড়াপ্রেমীর কাছে এ সব স্বপ্ন ছাড়া কিছুই নয়। তবে ভিডিয়ো গেমের জগতে আবার কোনও কিছুই অসম্ভব নয়। ফুটবল সমর্থকরা যা স্বপ্ন দেখে থাকেন, সে সব কিছুই সেখানে সত্যি। যেখানে আপনিই মেসি। আপনিই রোনাল্ডো। আপনিই মোরিনহো। আর এই ভিডিয়ো গেমের জগতে এখন অন্যতম সম্রাট হয়ে উঠেছে ফিফা। যে খেলা এতটাই জনপ্রিয় যে শুধুমাত্র সাধারণ মানুষের মধ্যেই আবদ্ধ নয়। মেসি থেকে রোনাল্ডো, সবার বিনোদনের আর এক নাম ফিফা। যাঁদের প্রায়ই দেখা যায় মাঠের বাইরে ফুটবল উন্মাদনা বাঁচিয়ে রাখতে ফিফায় মজেছেন। হাতে জয়স্টিক। চোখ মনিটরে। এবং আসন্ন সেপ্টেম্বরে এই বিশ্বখ্যাত কম্পিউটার গেমসের নতুন সংস্করণ বেরোতে চলেছে। বেরোচ্ছে ফিফা ২০১৬। সেখানে কী কী চমক থাকছে দেখে নেওয়া যাক—

মহিলাদের ফুটবল

এই প্রথম ফিফায় দেখা যাবে মহিলাদের আন্তর্জাতিক দল। ব্রাজিলের মার্তা থেকে জার্মানির নাদিন কেসলারের— বিশ্বের মহিলা ফুটবলের প্রতিটা বড় নাম থাকবে। যাঁদের নিয়ে আপনি ঢুকে পড়তে পারবেন ফুটবল জগতে। যদিও মহিলা ফুটবলে শুধুমাত্র আন্তর্জাতিক দল নিয়ে খেলা যাবে।

স্যান সিরো থেকে সান্তিয়াগো বের্নাবাও

ফুটবলবিশ্বের সমস্ত নামী স্টেডিয়ামে খেলার সুযোগ থাকছে। চেলসি (স্ট্যামফোর্ড ব্রিজ), রিয়াল মাদ্রিদ (বের্নাবাও), ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (ওল্ড ট্র্যাফোর্ড), বার্সেলোনা (ক্যাম্প ন্যু), ওয়েম্বলি (ইংল্যান্ড) ছাড়াও মোট ৫০টা লাইসেন্সড মাঠে খেলতে পারবেন।

ডিফেন্সিভ ইউনিট

প্রতি বার ফিফায় মনোযোগ দেওয়া হয় আক্রমণাত্মক খেলার উন্নতির দিকে। এবার জেরার পিকে, জন টেরি, ম্যাটস হুমেলসের মতো নামী ডিফেন্ডারদের নিয়ে দুর্দান্ত রক্ষণও করা যাবে। ‘ডিফেন্সিভ ইউনিট’ নামে নতুন অঙ্গ এ বার যোগ করা হচ্ছে যেখানে ট্যাকল করা, মার্ক করা আরও সুবিধা হবে।

দলবদলের বাজার

৮০ মিলিয়ন ডলার দিলে কি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আসবেন? লিওনেল মেসিকে কি বার্সেলোনা থেকে বের করে আনা সম্ভব হবে? এ বারও ম্যানেজার মোডে থাকছে দলবদলের বাজার। যেখানে দলের উন্নতির জন্য নতুন ফুটবলার সই করতে পারবেন। আবার যে ফুটবলারকে ক্লাবে রাখতে চান না, তাঁকে বিক্রি করে দিতেও অসুবিধে হবে না। আবার কোনও ফুটবলারকে লিয়েনে আনতে চাইলে সেটাও সম্ভব। অন্য দলের ফুটবলার কত দামে নেবেন সেই প্রস্তাবও আপনিই দেবেন।

নো টাচ ড্রিবল

মেসির কুইক টার্ন থেকে নেইমারের স্টেপওভার সব কিছুই আরও নিখুঁত ভাবে করা যাবে। হাইটেক মোশন ক্যামেরা দিয়ে মেসি, নেইমারদের প্রতিটা মুভমেন্ট রেকর্ড করা হয়েছে।

ম্যানেজার মোড

ফিফার সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ। যেখানে আপনি কোনও ক্লাবের কোচের হটসিটে বসতে পারবেন। চেলসি থেকে রিয়াল মাদ্রিদ বিশ্বের যে কোনও ক্লাবের কোচ হওয়ার সুযোগ থাকছে। প্লেয়ারদের সঙ্গে চুক্তি করা, ক্লাবের স্ট্র্যাটেজি ঠিক করা, কর্তাদের দেওয়া লক্ষ্য পূরণ করা, ক্লাবকে ট্রফি জিততে সাহায্য করা, ম্যাচের আগে সাংবাদিক সম্মেলন করা। সত্যিকারের কোচের জীবন কেমন হয় সেটাও অনুভব করতে পারবেন। তবে দল খারাপ খেললে আবার বরখাস্ত হওয়ার লজ্জাও সামলাতে হতে পারে।

তিকিতাকা পাসিং

বার্সেলোনার মতো নিখুঁত পাস খেলতে চান? সেটার সুযোগও থাকছে। ফিফায় এ বার পাসিং মেকানিক্স দিয়ে পাসিং খেলায় আরও উন্নতি ঘটানো হয়েছে। সত্যিকারের কোনও পাসিং দলের মতোই সেখানে নিখুঁত থ্রু পাস, ছোট জায়গায় পাস, লং বল সব কিছুই করা যাবে।

মোটামুটি এই। বহু দিন ধরেই ফুটবলকে নতুন আঙ্গিকে ফুটবলপ্রেমীদের কাছে পেশ করেছিল ফিফা। আর সেপ্টেম্বরে নতুন সংস্করণে যা আসছে, তাতে রিয়েলিটি আর ভার্চুয়াল ওয়ার্ল্ডের মধ্যে তফাত আর থাকবে না বললেই চলে! যা হাতে নিয়ে অনুভব করতে অপেক্ষা মাত্র আর কয়েকটা দিনের।

কাম সেপ্টেম্বর!

soham dey nou camp fifa 2015 messi new video games football vide game messi video game
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy