Advertisement
০৪ মে ২০২৪
Writwik Mukherjee

পাড়ার মোড়ে সব্জি বিক্রি করতেন, হঠাৎ এক দিন ভাগ্য ঘুরে গেল! এখন সিরিয়ালের নায়ক ঋত্বিক

টলিপাড়ায় এখন তাঁর পরিচয় সোমরাজ নামেই। গত কয়েক বছরে সিরিয়ালের নায়ক হিসাবে পসার জমিয়েছেন ঋত্বিক মুখোপাধ্যায়। কিন্তু তাঁর যাত্রাটা সহজ ছিল না।

Zee Bangla’s Writwik Mukherjee shares his struggle days after his parents separation

অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩ ১৯:১৫
Share: Save:

সোমরাজ বন্দ্যোপাধ্যায় নামেই এখন তাঁর পরিচয়। মাত্র কয়েক বছরেই তিনটি সিরিয়ালে অভিনয় করে ফেলেছেন অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায়। ‘মন দিতে চাই’ সিরিয়ালের সোমরাজ। অভিনয়ের মাধ্যমে দর্শকের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছেন। সিরিয়াল বা সিনেমার নায়ক মানেই তাঁদের জীবন চাকচিক্যে ভরপুর, এমনটাই ধারণা অনেকের মনে। তবে ঋত্বিকের জীবন এতটা চাকচিক্যে মোড়া ছিল না। ছোট থেকে নানা ধরনের পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। সেই গল্পই একটি রিয়্যালিটি শো-এর মঞ্চে এসে শোনালেন তিনি। ছোট বয়সেই আলাদা হয়ে গিয়েছিলেন তাঁর মা-বাবা। তার পর থেকে আর্থিক কষ্টের মধ্যে দিয়েও যেতে হয়েছে। নায়কের মা অনেক কষ্ট করে তাঁকে বড় করেছেন।

ঋত্বিক বললেন, “চার বছর বয়সে মা-বাবা আলাদা হয়ে যান। আমি মায়ের সঙ্গে থাকি ছোট থেকে। মা খুব কষ্ট করেই বড় করেছেন আমায়। থিয়েটার করতে ভালবাসতাম বলে এক বছর চাকরি করে টাকা জমাতাম। তার পরের বছর আবার থিয়েটার করতাম। লকডাউনের সময় তো পাড়ার মোড়ে সব্জিও বিক্রি করেছি। তার পর চ্যানেল থেকে সুযোগ পাই অভিনয় করার। এখন মাকে সব ধরনের সুখ স্বাচ্ছন্দ্য দিতে চাই।”

তাঁর অভিনীত আগের সিরিয়াল ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ নিয়ে বেশ আলোচনা হয়েছিল। বর্তমানে সোমরাজ হিসাবে দর্শক বেশ ভালবাসা দিচ্ছেন। যদিও টিআরপি তালিকায় প্রথম দশে জায়গা করতে পারেনি এই সিরিয়াল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE