Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ঠোঁটই যখন চুম্বক

নতুন বছরে পার্টিতে ঠোঁটের রং কী? লিখছেন অদিতি ভাদুড়িহট পিঙ্ক? বেরি? পার্পল? না ইলেকট্রিক অরেঞ্জ? রোববার দুপুরে আড্ডা থেকে জোর তর্ক জমে ওঠে হোয়াটসঅ্যাপ গ্রুপের সাত-আটটি মেয়ের মধ্যে।

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৫ ০০:০১
Share: Save:

হট পিঙ্ক? বেরি? পার্পল? না ইলেকট্রিক অরেঞ্জ?

রোববার দুপুরে আড্ডা থেকে জোর তর্ক জমে ওঠে হোয়াটসঅ্যাপ গ্রুপের সাত-আটটি মেয়ের মধ্যে।

টেক্সাসের ভাব্যা রেডিয়েন্ট রেড ছাড়া ভাবতেই পারছে না। বছর শুরুর সময়টায় ওখানে পার্টি সেলিব্রেশন বেশ জমজমাট হয়। জোর গলায় বলে ফেলে, “ফ্লোরাল প্যান্ট, সঙ্গে কেপ আর নো মেক আপ লুকে গাঢ় উজ্জ্বল লাল লিপস্টিক। পার্টি এ ছাড়া জমে নাকি?” সঙ্গে সঙ্গে এ দিক থেকে তুর্নিশা জোড়ে, “আরে, তুই তো সেই লাল-এই আটকে গেলি। পার্টিতে এ বার নিয়ন শেড-ই কিন্তু সবচেয়ে ইন।” পাঁচতারা হোটেলের স্পা-ইনচার্জ তুর্নিশার পার্টি যেন শেষ হওয়ার নয়। ওদিকে অনসূয়াও থেমে নেই। মেয়েকে ঘুম পাড়িয়ে হোয়াটসঅ্যাপ আড্ডায় ঢুকেই ওর সটান উক্তি, “আমি ভাই ন্যুড শেড-টাই ভালবাসি।” ওর কথা প্রায় থামিয়ে দেয় এক চ্যানেল এক্সিকিউটিভ সমজিতা। “অ্যানা, তুই আবার পার্টি করলি কবে? লিপ কালার নিয়ে তুই অন্তত কথা বলিস না। পার্টিতে আমি তো চেরি রেড-ই পরব,”.....

গ্রুপ আড্ডা না হয় হল। কিন্তু ঠোঁটের কোন রং ঠিক এই সময়টায় চমক দিচ্ছে জানেন কি? পূর্ব কলকাতার নামজাদা রিটেল স্টোরের কসমেটিক্স সেকশনের মল্লিকা ক্রেতা সামলানোর ফাঁকে বললেন, “লাল-এর নানা বৈচিত্রের খুব চাহিদা। আর অল্পবয়েসিরা বেশি কিনছেন ভেলভেট রেড, ফাইন ওয়াইন রংগুলো।”

বয়ফ্রেন্ডকে নিয়ে মার্কেটিং করছিলেন জয়িতা বৈরাগী। আইটি সংস্থার কর্মী জয়িতার পছন্দের রং কিন্তু ফ্লুরোসেন্ট লিপ শেডস। বললেন, “সবাই তো এই রংগুলো ক্যারি করতে পারে না। আমি ওয়েস্টার্ন ওয়্যার বেশি পরি। নানা রং নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাই। ভাবছি ইলেকট্রিক অরেঞ্জ রংটাই কিনব,” আত্মবিশ্বাসী শোনায় জয়িতাকে।

বিখ্যাত বেসরকারি হসপিটাল গোষ্ঠীর সিইও ডা. রূপালি বসু পোশাকের সঙ্গে মানানসই ঠোঁটের রং বেছে নেওয়ার পক্ষপাতী। বললেন, “যদি গর্জাস কোনও পোশাক পরি, তা হলে ন্যুড কালারটাই প্রেফার করি। তবে পার্টির এই সময়টায়

আমি ফ্লুরোসেন্ট শেডসই পরব। নিয়ন শেডস। যেমন হট পিঙ্ক, উজ্জ্বল কমলা। আমার ওই ডার্ক মেরুন, ব্রাউন বা রেড একদমই পছন্দ নয়।”

ব্রাউন আমার সবচেয়ে পছন্দের। বা ব্রাউনের যে কোনও শেড। ব্রাউন গ্লস-ও।
কখনও ড্রেসের সঙ্গে মানানসই হলে রেড লিপকালারও ইউজ করি। বেজ-ও আমার পছন্দের।

ঋতুপর্ণা সেনগুপ্ত

লিপস্টিকে নিউট্রাল শেড-ই আমার পছন্দ।

রূপা গঙ্গোপাধ্যায়

গোলাপি বা ফুশিয়া পিঙ্ক আমার ফেভারিট। লাল রংয়ের লিপস্টিকও পার্টি ড্রেসের সঙ্গে দুর্দান্ত।
আর মাঝেমধ্যে ন্যুড শেডস-এর লিপস্টিক সলিড কালারের সঙ্গে মিশিয়েও লাগিয়ে নিই।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়

বন্ধুদের বাড়ির পার্টিতে ক্যাজুয়ালসের সঙ্গে ঠোঁটে থাকে আমার সবচেয়ে
পছন্দের গোলাপি লিপস্টিক বা গ্লস। কখনও কখনও লাল।
তবে পার্টিতে ঠোঁটে লাল রং লাগাতেই হবে, তা কেন? আমি লিপ কালার নিয়ে খুব একটা এক্সপেরিমেন্ট করি না।

পার্নো মিত্র

রেড, নিউট্রাল শেডস, বেরি পার্টির জন্য পারফেক্ট। একটা লিটল ব্ল্যাক ড্রেস।
সঙ্গে লাল লিপস্টিক। আর কী লাগে! তবে হ্যাঁ, লাল রংটা সবাই ক্যারি করতে পারে না।
যেমন আমি নিউট্রাল রং-ই ব্যবহার করি বেশি। কী পোশাক পরছেন, গায়ের রং কী,
সেটা মাথায় রেখেই লিপকালার পছন্দ করা উচিত।

অগ্নিমিত্রা পল

মেরুন, ওয়াইন রং এই সময়টার জন্য মানানসই। নিয়ন রং বলছি না।
তবে এক্সপেরিমেন্ট করতে পারেন উজ্জ্বল, আবেদনময় রং নিয়েও।

অনিরুদ্ধ চাকলাদার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

lips aditi bhaduri lip colour
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE