Advertisement
E-Paper

ফেব্রুয়ারির অপেক্ষায়

সম্ভাব্য গ্র্যামি পুরস্কার, দ্বিতীয় সন্তানের জন্ম। সব মিলিয়ে উচ্ছ্বসিত অনুষ্কা শঙ্কর। লিখছেন প্রিয়াঙ্কা দাশগুপ্ত।ফেব্রুয়ারি মাসটার দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছেন অনুষ্কা শঙ্কর। ৮ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেস-য়ের স্টেপলস্‌ সেন্টারে ঘোষিত হবে গ্র্যামি অ্যাওয়ার্ডস। সেই অ্যাওয়ার্ডসয়ে ইতিমধ্যেই মনোনীত হয়েছে অনুষ্কার একটি অ্যালবাম। নাম ‘ট্রেসেস অব ইউ’।

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৪ ০১:০০

ফেব্রুয়ারি মাসটার দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছেন অনুষ্কা শঙ্কর।

৮ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেস-য়ের স্টেপলস্‌ সেন্টারে ঘোষিত হবে গ্র্যামি অ্যাওয়ার্ডস। সেই অ্যাওয়ার্ডসয়ে ইতিমধ্যেই মনোনীত হয়েছে অনুষ্কার একটি অ্যালবাম। নাম ‘ট্রেসেস অব ইউ’। যে অ্যালবামে অনুষ্কা কাজ করেছেন নীতিন স্যনে-র সঙ্গে। যেখানে গান গেয়েছেন নোরা জোনস্‌। অ্যালবামটা মনোনীত হয়েছে বেস্ট ওয়ার্ল্ড মিউজিক অ্যালবাম বিভাগে।

তবে ফেব্রুয়ারি মাসে শুধু মাত্র এই এক ঘটনার দিকেই উত্‌সাহ নিয়ে তাকিয়ে নেই অনুষ্কা। সেতারশিল্পী এখন সন্তানসম্ভবা। দ্বিতীয় সন্তানের ডেলিভারি ডেট-ও এই ফেব্রুয়ারি মাসেই। তাই গ্র্যামি মনোনয়ন থাকা সত্ত্বেও তিনি নিজে উপস্থিত থাকতে পারবেন না সে অনুষ্ঠানে।

আপাতত অনুষ্কা লন্ডনে। প্রেগন্যান্সির অ্যাডভান্স স্টেজেও তিনি অনুষ্ঠান করা বন্ধ করে দেননি। উড়ে যাচ্ছেন ফ্লোরেন্সে। সেখানে জুবিন মেহতার সঙ্গে অনুষ্ঠান করবেন তিনি। ছোটবেলা থেকেই জুবিন মেহতার সঙ্গে তাঁদের পারিবারিক যোগাযোগ। তাঁর অনুপ্রেরণায় অনুষ্কা ছেলের নামও রেখেছিলেন জুবিন। লন্ডনে মেটার্নিটি লিভ-য়ে যাওয়ার আগে শেষ কনসার্টটা অনুষ্কা করছেন ১৩ ডিসেম্বর।

ফ্লোরেন্সে যাচ্ছেন মা সুকন্যাও। যাওয়ার আগে তিনি বলছেন, “জেতা-হারা অন্য ব্যাপার। গ্র্যামি মনোনয়নের খবরটা পেয়ে দারুণ লাগছে। এর আগে ‘লাইভ অ্যাট কার্নেগি হল’ (২০০৩), ‘রাইজ’ (২০০৫), ‘ট্র্যাভেলার’ (২০১৩)-এর জন্য মনোনয়ন পেয়েছিল অনুষ্কা।”

এ বছর গ্র্যামিতে ভারত

• ‘বেস্ট চিলড্রেন অ্যালবাম’ বিভাগে নীলা ভাসওয়ানি। মালালা ইউসুফজাইয়ের লেখা ‘আই অ্যাম মালালা’ নিয়ে এক অডিয়ো অ্যালবাম তৈরি করেছেন তিনি

• ‘বেস্ট নিউ-এজ অ্যালবাম’ বিভাগে রিকি কেজ। অ্যালবামের বিষয় শান্তি ও সম্প্রীতি

আর অনুষ্কা? তিনিও স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত। লন্ডন থেকে লিখে জানিয়েছেন, “চার বার নমিনেশন পেয়ে যেমন অবাক হয়েছি, তেমনই ভালও লাগছে। দারুণ লাগছে যে ভারতের হয়ে আমি ওয়ার্ল্ড মিউজিক বিভাগে প্রতিনিধিত্ব করতে পারব।”

১১ ডিসেম্বর পণ্ডিত রবিশঙ্করের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। তার ঠিক আগেই ঘোষিত হল এই মনোনয়নের খবর। স্বাভাবিক ভাবেই অনুষ্কা আপ্লুত। মুখে শুধু বলছেন, “বাপির আশীর্বাদ আর শিক্ষার জন্য আমি কৃতজ্ঞ। আমার সব কাজের অনুপ্রেরণা সেখান থেকেই। এ ছাড়াও বলব আমার বন্ধু নীতিনের কথা। এই অ্যালবামে কী ভাল প্রোডাকশনের কাজ করেছে ও। আর অবশ্যই দেশ-বিদেশের অন্যান্য শিল্পীদের ধন্যবাদ। যাঁরা এত সুন্দর ভাবে কাজ করেছেন এই অ্যালবামের জন্য।”

ananda plus priyanka dasgupta anushka shankar pregnancy grammy awards
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy