Advertisement
E-Paper

সাহসী দৌড়ে কে জেতে কে হারে

১৭ বছর পরে সঙ্গীতা বিজলানির পর্দায় ফেরার করার কথা ছিল। জুলাই থেকে শ্যুটিং করার কথা ছিল অনির পরিচালিত ‘শাব’ ছবিতে। উর্দু ভাষায় ‘শাব’ মানে রাত। ভালই এগোচ্ছিল। বাদ সাধল ছবির কিছু ঘনিষ্ঠ দৃশ্য। ওয়র্কশপ করতে গিয়ে সঙ্গীতা দেখলেন, চুম্বন এবং শারীরিক সম্পর্কের দৃশ্যে তিনি মোটেই স্বচ্ছন্দ নন। ৫৩ বছর বয়সে কামব্যাক করতে গিয়ে এই ঝক্কিটা আর নিলেন না তিনি। ছবিটা ছেড়ে দিলেন।

প্রিয়াঙ্কা দাশগুপ্ত

শেষ আপডেট: ২৯ জুন ২০১৪ ০১:০৮

১৭ বছর পরে সঙ্গীতা বিজলানির পর্দায় ফেরার করার কথা ছিল।

জুলাই থেকে শ্যুটিং করার কথা ছিল অনির পরিচালিত ‘শাব’ ছবিতে। উর্দু ভাষায় ‘শাব’ মানে রাত। ভালই এগোচ্ছিল। বাদ সাধল ছবির কিছু ঘনিষ্ঠ দৃশ্য। ওয়র্কশপ করতে গিয়ে সঙ্গীতা দেখলেন, চুম্বন এবং শারীরিক সম্পর্কের দৃশ্যে তিনি মোটেই স্বচ্ছন্দ নন। ৫৩ বছর বয়সে কামব্যাক করতে গিয়ে এই ঝক্কিটা আর নিলেন না তিনি। ছবিটা ছেড়ে দিলেন।

সঙ্গীতার জায়গায় এলেন রবিনা টন্ডন। এটাও প্রায় কামব্যাকই। রবিনা ইতিমধ্যে অনুরাগ কাশ্যপের ‘বম্বে ভেলভেট’-এ এক জ্যাজ গায়িকার চরিত্র করে ফেলেছেন অবশ্য। এ বার অনিরের ছবি। যে সব দৃশ্যে সঙ্গীতা ভয় পেলেন, সেটা নিয়ে রবিনার নাকি কোনও সমস্যা নেই। রবিনা বিবাহিতা, প্রযোজক অনিল থাডানির ঘরণী। নিজের দুই এবং দত্তক দুই নিয়ে চার সন্তানের মা। আজহারউদ্দিনের দু’নম্বর বিবির চেয়ে তিনি অনেক বেশি সাহস দেখালেন।

কামব্যাক নায়িকারা তবে কেউ দু’পা এগোচ্ছেন তো দু’পা পিছোচ্ছেন কেউ?

সময়ের গতিতে বলিউড শারীরিক ঘনিষ্ঠতার চিত্রায়ণে আগের চেয়ে অনেক সাহসী হয়েছে। সাতের দশকে ‘সত্যম শিবম সুন্দরমে’র চুম্বনদৃশ্য নিয়ে যে রকম ঝড় উঠেছিল, এখন আর ততটা হয় না। আবার একদমই হয় না কি? অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ের ঠিক আগে ‘ধুম-২’ ছবিতে হৃতিক রোশনের সঙ্গে ঐশ্বর্যা রাইয়ের লিপ-লক কিন্তু বেশ আলোড়ন ফেলেছিল। ‘আস্থা’-য় ঝড় তুলেছিলেন মধ্যবয়সী রেখা। বডি ডবল থাকা সত্ত্বেও ‘ব্যান্ডিট কুইন’-এ সীমা বিশ্বাস বা ‘এক ছোটি সি লভ স্টোরি’-তে মনীষাকে নিয়ে বিতর্ক হয়েছিল।

তবু এ কথা মানতেই হবে, আজ দীপিকা পাড়ুকোনে-অনুষ্কা শর্মারা যত সহজে নিবিড় চুম্বনদৃশ্য করে থাকেন, জুহি-কাজলরা তা করতেন না। মাধুরী কেরিয়ারের গোড়ায় ‘দয়াবান’ ছবিতে যে ধরনের ঘনিষ্ঠ দৃশ্য করেছিলেন, এক নম্বর আসনটি দখল করার পরে অতটা আর করেননি। কামব্যাক পর্বে তিনি ‘দেড় ইশকিয়া’-র মতো সাহসী গল্প বেছেছেন। ‘গুলাব গ্যাং’-এ জুহি চাওলার সঙ্গে পাল্লা দিয়ে পর্দায় গালাগালি দিয়েছেন। তাই বলে কি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে রাজি হবেন? সেটা কিন্তু কোটি টাকার প্রশ্ন। ‘মি. ইন্ডিয়া’র ‘কাঁটে নেহি খাট্টে’র শ্রীদেবীর সঙ্গে ‘ইংলিশ ভিংলিশ’য়ের শ্রীদেবীর তো কোনও মিল ছিল না। আগামী বছর ঐশ্বর্যার কামব্যাক। জানা গিয়েছে, সঞ্জয় গুপ্তার ‘জসবা’ আর মণিরত্নমের তামিল ছবিতে তিনি অনেক স্টান্ট করবেন। কিন্তু ঘনিষ্ঠ দৃশ্য থাকবে কি? শোনা যায়নি কিছুই।

প্রশ্ন উঠছে, সঙ্গীতাও কি এই রাস্তাই নিতে চাইছেন? সঙ্গীতা কোনও দিনই কাজল, মাধুরী বা শ্রীদেবীর মতো জনপ্রিয় নন। তবে মূল ধারার ছবিতে তাঁর ভাবমূর্তি যৌন আবেদনেই ভরপুর ছিল। সঙ্গীতা কি আজ সেটাকেই ব্রাত্য করছেন?

পাশেই রাখুন চিত্রাঙ্গদা সিংহকে! ইনিও শ্রীদেবী-কাজল-মাধুরীর মতো জনপ্রিয় নন। অভিনয় শুরুই করেছিলেন বিয়ের পরে। তারপর বেশ কিছু বছরের ব্যবধান। ফিরে এলেন ‘সরি ভাই!’ ছবিতে। সেখানে তাঁর লভ মেকিং দৃশ্য ছিল। তার পরে করলেন ‘ইনকার’য়ের মতো সাহসী সিনেমা।

ইন্ডাস্ট্রির অনেকে অবশ্য বলছেন, সঙ্গীতা আর চিত্রাঙ্গদা এক নন। অল্প বয়সের জৌলুসকে পুঁজি করে যে অভিনেত্রীরা কাজ করতে আসেন, সমস্যা তাঁদেরই বেশি। প্রতি মুহূর্তে ভাবতে হয়, কামব্যাকের পরে যদি গ্ল্যামারের ঘাটতি পড়ে? মনে আছে ‘ইয়ে দিল্লেগি’তে কাজল আর অক্ষয় কুমারের বৃষ্টিতে ভেজা ‘দেখো জারা দেখো’ গানটি? সেই কাজলই যখন ‘ফনা’য় আমিরের সঙ্গে ‘দেখো না’ গানে বৃষ্টিতে ভিজলেন, অনেকেই বললেন, তাঁকে আগের মতো মোহময়ী লাগছে না।

ঠিক এই ভয় থেকেই নায়িকারা পরিণত বয়সে চেষ্টা করেন অন্য ধারার ছবিতে কাজ করতে। যেখানে গ্ল্যামার থাকলে ক্ষতি নেই, কিন্তু বেশি প্রয়োজন অভিনয়দক্ষতা। রূপা গঙ্গোপাধ্যায়ের মতে, দর্শকও সেটাই চান। যারা মাধুরী বা শ্রীদেবীর ছবি দেখে বড় হয়েছে, তারাও এখন মধ্য তিরিশ। সেই দর্শকদের কি আজ মাধুরী বা শ্রীদেবীর কামব্যাক ছবিতে শুধুমাত্র খোলামেলা পোশাক দেখতে ভাল লাগবে? “কামব্যাকের সময় তারা দেখতে চাইবে পারফর্ম্যান্সের ধার!”

রূপা মানছেন, মাতৃত্বের পরে ঘনিষ্ঠ দৃশ্য করতে সমস্যা হতে পারে। নিজেও সম্প্রতি একটা আন্তর্জাতিক ছবি ছেড়ে দিয়েছেন। কারণ সেখানে নগ্নতা ছিল। “এখন ছেলে বড় হয়েছে। আমি চাই না ইউটিউব খুলে ও আমাকে এই ধরনের দৃশ্যে অভিনয় করতে দেখুক,” বলছেন তিনি।

মজার ব্যাপার হল, টালিগঞ্জের নায়িকারাই কিন্তু সমস্যাটা তুলনায় অনেক বেশি সামলাতে শিখেছেন। ঋতুপর্ণা সেনগুপ্ত, স্বস্তিকা মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্র সকলেই মা হয়েছেন। কিন্তু খোলামেলা দৃশ্যে কমবেশি সাহস দেখিয়েছেন। প্রসেনজিৎ-জায়া অর্পিতাও বলছেন, “দৃশ্য যদি সত্যিই জরুরি হয় আর পরিচালক যদি সৎ হন পেশাদার অভিনেত্রী হিসেবে আমার কোনও বাধা নেই।” অর্পিতাও অনিরের এই ছবিতে অভিনয় করছেন। তিনিই এ ছবিতে প্রেমের ত্রিকোণে রবিনার প্রতিদ্বন্দ্বী। তাঁকেও যথেষ্ট সাহসী দৃশ্য করতে হচ্ছে। বরখা বিস্ত সেনগুপ্ত তাঁর কেরিয়ারের প্রথম আইটেম নম্বর বিয়ের পরেই করেছেন। মাতৃত্বের পর বলিউডে কামব্যাক করেন সঞ্জয় লীলা বনশালির ‘রামলীলা’ দিয়ে। তবে ঘনিষ্ঠ দৃশ্য করেন না। যদিও মানছেন, “দেখেছি টলিউডের মায়েরা এ রকম দৃশ্যে অনেক বেশি স্বচ্ছন্দ।”

এই সময়ের অন্যতম সাহসী নায়িকা পাওলি দাম কী বলবেন এই বিষয়ে? পাওলি অবশ্য বিবাহিত নন। “ফলে বিয়ে বা মাতৃত্বের পরে সমস্যা হয় কি না, তা নিয়ে আমি কিছু বলার জায়গায় নেই। তবে ভারতীয় সিনেমায় এখনও এমন কিছু ঘনিষ্ঠতা দেখানো হয় না, যার জন্য ছবি ছাড়তে হবে!”

টলিউডের ঋতু-স্বস্তিকাকে অবশ্য আলাদা করে কামব্যাক করতে হয়নি! তাঁরা টানা কাজ করেই গিয়েছেন! বলিউডে বিদ্যা বালন বা করিনা কপূরও তাই। তবে বিয়ের পর করিনা কিন্তু বলতে শুরু করেছেন, সইফ ছাড়া কারও সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য করবেন না! কামব্যাক নায়িকারা তা হলে কী বলবেন? বরখা বলছেন, এখানে বয়স একটা বড় ফ্যাক্টর! কে কোন বয়সে পর্দায় ফিরছেন, সেটা অনেক কিছু ঠিক করে দেয়! ‘ববি’তে ১৬ বছর বয়সে ডিম্পল যেখানে শেষ করেছিলেন, ২৮ বছরে কামব্যাকে সেখান থেকেই শুরু করলেন ‘সাগর’ দিয়ে। যেখানে তাঁকে এক মুহূর্তের জন্য টপলেস দৃশ্যেও দেখা গিয়েছিল।

৩৯ বছর বয়সে রবিনা এখন কী করেন, সেটাই দেখার। ‘বম্বে ভেলভেটে’ তাঁর বার্গেন্ডি রঙের কোঁকড়ানো চুল, ঠোঁটে লাল লিপস্টিক আর ছোট কালো পোশাক দেখে এখনই অনেকের চোখ কপালে উঠেছে। সব মিলিয়ে এই অবতারে রবিনা নাকি পর্দা ঝলসে দেবেন বলে আশা করা হচ্ছে।

তবে অনির নিজেও স্বীকার করছেন, বিয়ে এবং মাতৃত্বের পরে বলিউডের মূল ধারার অভিনেত্রীদের ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে একটা সঙ্কোচ থাকে। “কিন্তু রবিনা আমাকে সম্পূর্ণ বিশ্বাস করে। জানে আমি সুড়সুড়ি দেওয়ার জন্য কিছু করব না।” পরিচালকের দাবি, ‘শাব’-এ যে সঙ্গমদৃশ্য থাকছে, সেটা ভারতীয় মাপকাঠিতে যথেষ্ট সাহসী। কোনও ধোঁয়া বা কাচের আড়াল থাকবে না। রবিনার সঙ্গে এক অল্পবয়সি মডেলের দৃশ্য। যে মডেলের সঙ্গে আবার অর্পিতার একটা সম্পর্ক রয়েছে।

রবিনার হাত ধরেই কি তবে বলিউডের মায়েরা আরও এক ধাপ এগিয়ে যাবেন?

Raveena Tandon Sangeeta Bijlani priyanka dasgupta
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy