“মোদের গরব, মোদের আশা,
আ মরি বাংলা ভাষা!”—
যে ভাষায় সাহিত্য রচনা করে রবীন্দ্রনাথ নোবেল পেয়েছেন, যে ভাষায় বন্দেমাতরম্ রচনা করে বঙ্কিমচন্দ্র সাহিত্য সম্রাট হয়েছেন, যে ভাষার বর্ণমালা ও বর্ণপরিচয় রচনা করে বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক হয়েছেন, সেই বাংলা ভাষাই আজ বিপর্যয়ের মুখে। যদিও ভাষার আভিজাত্যের মাপকাঠিতে ৩ অক্টোবর, ২০২৪ সালে বাংলা ভাষা ‘ধ্রুপদী’ ভাষার গোত্রভুক্ত হয়েছে তবুও ইদানিংকালে বাংলা ভাষা অধ্যয়ন, চর্চা, প্রসার ও বাঙালি সংস্কৃতির ক্ষেত্রে যে অবক্ষয় সৃষ্টি হয়েছে, তাতে এই স্বীকৃতির প্রতি আশঙ্কা তৈরি হয়।
এই প্রসঙ্গে ‘দিল্লি পাবলিক স্কুল’, বারাসতের সহ শিক্ষিকা পূজা দাস বলেছেন, “বর্তমান সময়ে অভিভাবকদের বাংলা ভাষা শেখানোর ক্ষেত্রে অনীহা, বাংলা ভাষায় কথা বলা হ্রাস পাওয়া, পরিভাষা তৈরি না হওয়া বাংলা ভাষা ও বাঙালির ভবিষ্যৎ একটি প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। এই বাংলা ভাষা বাঁচাতে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে যাঁরা প্রাণ দিয়েছিলেন, তাদের সম্মান ও শ্রদ্ধা জানিয়ে আনন্দবাজার ডট কম ‘শব্দ জব্দ’ উপস্থাপিত করেছে। তুলে ধরছে বাংলা ভাষার গৌরবময় ইতিহাসকে।”
“শব্দ জব্দ লড়াইয়ের মধ্য দিয়ে বাংলা শব্দের যে সম্ভার আনন্দবাজার ডট কম তুলে ধরেছেন তা সত্যিই প্রশংসনীয়। বাংলা ভাষার এমনতর বিপর্যয়ের সময় ‘শব্দজব্দ’ বর্ণমালাকে উন্নত করে তুলেছে। বুদ্ধি, শব্দের কৌশল এবং প্রতিযোগিতার আয়োজনে এই খেলায় শিক্ষার্থীরা যেন আর ও একবার জানতে পারছে বাংলা ভাষার গুরুত্ব কতখানি। পথ হারিয়ে ফেলেছে যে পথিক সে যেন পেয়েছে আলোময় সড়কের খোঁজ।”
এই প্রচেষ্টায় আমাদের সহযোগিতা করছে আনন্দবাজার ডট কম আয়োজিত ‘শব্দ-জব্দ ২০২৫’-এর পার্টনাররাও। এই উদ্যোগ সফল করার পেছনে রয়েছেন একাধিক সহযোগী। ‘প্রেজ়েন্টিং পার্টনার’ ইআইআইএলএম কলকাতা। ‘পাওয়ার্ড বাই পার্টনার’ ট্রেন্ডস এবং সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। এ ছাড়াও, ‘স্ন্যাকস্ পার্টনার’ কিকু নুডুলস্, ‘ফুড পার্টনার’ মনজিনিস এবং ‘নলেজ পার্টনার’ শব্দবাজি।