Advertisement
E-Paper

‘শব্দ-জব্দ ২০২৫’ সেমিফাইনাল: কোন ৪৪টি স্কুলের মধ্যে হবে লড়াই, রইল তালিকা

শুরু হয়ে গিয়েছে ‘শব্দ-জব্দ ২০২৫’-এর চূড়ান্ত পর্বের হাড্ডাহাড্ডি লড়াই। প্রথম ধাপের শেষে দ্বিতীয় পর্বের জন্য বেছে নেওয়া হয়েছে মোট ৪৪টি স্কুলকে।

এবিপি ডিজিটাল কনটেন্ট স্টুডিয়ো

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৫ ১৩:৩৮
শিক্ষার্থীদের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই (নিজস্ব চিত্র)।

শিক্ষার্থীদের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই (নিজস্ব চিত্র)।

শুরু হয়ে গিয়েছে ‘শব্দ-জব্দ ২০২৫’-এর চূড়ান্ত পর্বের হাড্ডাহাড্ডি লড়াই। আনন্দবাজার ডট কম আয়োজিত শব্দের এই মহাযুদ্ধ চলছে রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে। প্রথম ধাপের শেষে দ্বিতীয় পর্বের জন্য বেছে নেওয়া হয়েছে মোট ৪৪টি স্কুলকে।

দ্বিতীয় পর্বে কোন কোন স্কুল অংশগ্রহণ করতে চলেছে রইল তার বিস্তারিত তালিকা:

হুগলি

চুঁচুড়া দেশবন্ধু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়

মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম, রিশরা

শ্রীরামপুর গার্লস হাই স্কুল

হাওড়া

শিবপুর এস.এস.পি.এস. বিদ্যালয়

লিলুয়া টি.আর.জি.আর. খেমকা হাই স্কুল (উচ্চ মাধ্যমিক)

বি.ই. কলেজ মডেল হাই স্কুল, শিবপুর

পূর্ব বর্ধমান

মেমারি ভি.এম. ইনস্টিটিউশন ইউনিট-১

রথতলা মনোহরদাস বিদ্যানিকেতন

বনসুজাপুর উচ্চ বিদ্যালয়

পশ্চিম বর্ধমান

অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুল, আসানসোল

ইস্পাত নগরী মেঘনাদ সাহা স্কুল, দুর্গাপুর

জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠ, দুর্গাপুর

উত্তর ২৪ পরগনা

তালপুকুর উচ্চ বালিকা বিদ্যালয়, ব্যারাকপুর

অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল, দমদম

দিল্লি পাবলিক স্কুল, বারাসাত

কলকাতা

হিন্দু স্কুল

হরিমতী দেবী উচ্চতর মাধ্যমিক বহুমুখী বালিকা বিদ্যালয়, বেলডাঙ্গা

ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুল

দক্ষিণ ২৪ পরগনা

রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুর

সোনারপুর বিদ্যাপীঠ

অতুলকৃষ্ণ রায় বিদ্যায়তন ফর গার্লস হাই স্কুল

পূর্ব মেদিনীপুর

ডি.এ.ভি পাবলিক স্কুল, হলদিয়া

ব্যবত্তারহাট আদর্শ হাই স্কুল

হলদিয়া গভর্নমেন্ট স্পনসর্ড, সেকন্ডারি স্কুল

পশ্চিম মেদিনীপুর

হাট সরবেড়িয়া ডঃ বি.সি. রায় এস.এস. নিকেতন

রাজনগর ইউনিয়ন হাই স্কুল

দাসপুর বিবেকানন্দ হাই স্কুল

নদিয়া

আসন্ননগর হাই স্কুল

ফুলিয়া শিক্ষানিকেতন

কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল

বীরভূম

সিউড়ি পাবলিক ও চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুল

শৈলবালা উচ্চ বালিকা বিদ্যালয়

বোলপুর উচ্চ বিদ্যালয়

ঝাড়গ্রাম

বাঁধগোরা অঞ্চল বিদ্যালয়

ঝাড়গ্রাম লায়ন্স মডেল স্কুল

লালগড় রামকৃষ্ণ বিদ্যালয়

পুরুলিয়া

সন্তময়ী উচ্চ বালিকা বিদ্যালয়

চিত্তরঞ্জন উচ্চ বালিকা বিদ্যালয়

মুর্শিদাবাদ

লালবাগ এম.এম.সি. গার্লস হাই স্কুল

কৃষ্ণনাথ কলেজ স্কুল

গোরাবাজার এস.এম. গার্লস হাই স্কুল, বহরমপুর

বাঁকুড়া

কেন্দুয়াডিহি উচ্চ বিদ্যালয়

প্রতাপপুর দামোদর জিউ হাই স্কুল

বরকুড়া হাই স্কুল

বৃহস্পতিবার সকাল থেকেই রবীন্দ্র সদন প্রাঙ্গণে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের ভিড় বাড়তে থাকে। টানটান উত্তেজনা, হাড্ডাহাড্ডি লড়াই, কিন্তু এর মাঝেও প্রতিযোগীদের মধ্যে উদ্বেগ স্পষ্ট। আবার কিছু পড়ুয়া বেশ আত্মবিশ্বাসী।

সঞ্চালকদের উপস্থাপনায় জমে উঠেছে ‘শব্দ-জব্দ ২০২৫’-এর মঞ্চ (নিজস্ব চিত্র)।

সঞ্চালকদের উপস্থাপনায় জমে উঠেছে ‘শব্দ-জব্দ ২০২৫’-এর মঞ্চ (নিজস্ব চিত্র)।

এই চূড়ান্ত পর্বে প্রতিটি স্কুল থেকে তিন জন শিক্ষার্থী নির্দিষ্ট স্কুলের হয়ে প্রতিনিধিত্ব করছে। স্কুলগুলির প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম পর্ব থেকে মোট ৪৪টি স্কুলকে দ্বিতীয় ধাপ বা সেমিফাইনালের জন্য বেছে নেওয়া হয়েছে। এর পর দ্বিতীয় ধাপের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সেরা ১৫টি স্কুলকে চূড়ান্ত বা অন্তিম পর্বের জন্য বাছাই করা হবে। এর মধ্যে থেকে সেরা ৩টি স্কুলের হাতে তুলে দেওয়া হবে ‘শব্দ-জব্দ ২০২৫’-এর খেতাব।

এই প্রচেষ্টায় আমাদের সহযোগিতা করছে আনন্দবাজার ডট কম আয়োজিত ‘শব্দ-জব্দ ২০২৫’-এর পার্টনাররাও। এই উদ্যোগ সফল করার পেছনে রয়েছেন একাধিক সহযোগী। ‘প্রেজ়েন্টিং পার্টনার’ ইআইআইএলএম কলকাতা। ‘পাওয়ার্ড বাই পার্টনার’ ট্রেন্ডস এবং সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। এ ছাড়াও, ‘স্ন্যাকস্ পার্টনার’ কিকু নুডুলস্, ‘ফুড পার্টনার’ মনজিনিস এবং ‘নলেজ পার্টনার’ শব্দবাজি।

Shobdo Jobdo 2025 Bengali Word Game 2025
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy