মেট গালার রেড কার্পেটে হাঁটার কয়েক ঘণ্টা পর শাহরুখ খান জানালেন, আন্তর্জাতিক ফ্যাশনের ওই মঞ্চ তাঁর জন্য নয়। মঙ্গলবার ভারতীয় সময় ভোর সাড়ে ৩টের কিছু পরে মেট গালায় দেখা গিয়েছিল শাহরুখকে। তার ১৭ ঘণ্টা পর, রাত ৯টায় সমাজমাধ্যমে একটি পোস্ট করেন বাদশা। তিনি লেখেন, “মেট গালা আমার জায়গা নয়।” তবে মেট গালার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানালেন অভিনেতা।
বাঙালি পোশাকশিল্পী সব্যসাচীর পোশাক পরেই মেট গালার রেড কার্পেটে, থুরি নীল কার্পেটে হেঁটেছিলেন বাদশা। শাহরুখ খান এবং সব্যসাচী মুখোপাধ্যায়। দুই শিল্পীর যুগলবন্দি শুরু থেকেই দেশে আলোচনার বিষয় ছিল। একে তো বাঙালি পোশাকশিল্পী, তায় আবার ‘বেঙ্গল টাইগার’ হিসেবে গালিচায় নামাতে চলেছেন কিং খানকে, এমন ইঙ্গিতও দিয়েছিলেন সব্যসাচী।কিন্তু মঙ্গলবার মেটগালায় সব্যসাচীর পোশাকে শাহরুখকে দেখার পরে আলোচনা হঠাৎ বদলে যায়। অনেককেই বলতে শোনা যায়, আন্তর্জাতিক ফ্যাশনের মঞ্চ মেট গালায় শাহরুখ তাঁর চেনা ছন্দে ছিলেন না। ভক্তদের কেউ কেউ এমনও দাবি করেন যে, মেট গালায় চিনতে পারেনি বিদেশি সংবাদ মাধ্যমের একাংশ। পরে শাহরুখকে বলতে শোনা যায়, “সব্য বলেছিল, এখানে আমার আসা উচিত। তাই এসেছি।”
ফেসবুকে কিং খান লিখলেন, ‘সব্যসাচী এবং ওঁর গোটা টিমের কাছে আমি কৃতজ্ঞ মেট গালার সঙ্গে আমায় পরিচয় করানোর জন্য। এটি (মেট গালা) আমার জায়গা নয়, তাও তোমার জন্য আজ আমি এত স্বচ্ছন্দ ছিলাম। তার কারণ, তুমিও আমার মতোই বিশ্বাস করো, ফ্যাশন ব্যক্তির নিজস্বতার থেকে আলাদা কিছুই নয়। আর সবাই মিলেই আমায় আজ ‘কে’ (কিং) হিসেবে নিজেকে দেখতে সাহায্য করেছ।’