এক মাসও বাকি নেই পুজোর। কেনাকাটা শেষ। কোন দিন কী পরবেন সেটাও ঠিক। কিন্তু পোশাকের সঙ্গে মিলিয়ে চুলের কায়দাও ঠিক করতে হবে তো। এ বছরও ছোট চুল ট্রেন্ডিং। আলিয়া ভট্ট থেকে শানায়া কপূর সকলেই ছোট চুলে রকমারি স্টাইল করছেন। ছোট হোক বা মাঝারি হালকা বিচ কার্ল করে চুল খোলা রাখতে পারেন। সাবেকি, পশ্চিমি সব পোশাকে মানাবে।
ফুল দিয়ে চুল সাজাতে পারেন। কানের এক পাশে কয়েকটি গোলাপ লাগিয়ে দিলেন। বড় চুল তো বটেই, ছোট খোলা চুলেও দিব্যি লাগবে। সকালের দিকে কোথাও যেতে হলে হাত খোঁপা করতে পারেন। ওয়েস্টার্ন পোশাক পরলে চুড়ো করে মেসি বান দারুণ মানাবে।
অনেকেই পুজোর আগে একটা হেয়ার কাট করাতে চান। হেয়ার স্টাইলিস্ট প্রিসিলা কর্নার পরামর্শ দিলেন— বিক্সি, ফেয়ারি, চিন লেংথ বব, ফেস ফ্রেমিং লেয়ার্স, ফ্লোটিং ব্যাঙ্গস-এর মধ্যে একটা বেছে নেওয়ার।
হেয়ার কালারে ন্যাচারাল টোনের দিকে ঝোঁক বেশি এখন। ডার্ক ব্রাউন, চকলেট শেড ভারতীয় গাত্রবর্ণে ভাল মানায়। একটু সাহসী হতে চাইলে অমব্রে করাতে পারেন। বেশি পরীক্ষার মধ্যে যেতে না চাইলে, স্পা করিয়ে নিন, হেয়ার বোটক্সও করাতে পারেন। স্ট্রেটনিং, স্মুদনিং করালে ভাল সালঁ থেকে করাবেন।
হেয়ার কাট বা রং যা-ই করান না কেন, তা পুজোর সপ্তাহ দুয়েক আগে করানো ভাল। মুখের সঙ্গে মানাতে কিছুটা সময় লাগে। ভুল-ত্রুটি হলে শুধরে নেওয়ার সময় পাওয়া যায়। যে স্টাইলই করুন না কেন, তার জন্য দরকার চুলের স্বাস্থ্য। তাই চুলের যত্ন নেওয়া জরুরি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)