ইয়ারফোনের ব্যবহার সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে। অনেকেই উচ্চস্বরে ইয়ারফোন ব্যবহার করেন। আর তার ফলে পাল্লা দিয়ে বাড়ছে কানের সমস্যা।
আরও পড়ুন:
ইয়ারফোন মূলত দু’ধরনের হয়— তার-যুক্ত এবং অয়্যারলেস বা ব্লুটুথ। অনেক সময়ে বলা হয়, ব্লুটুথ ইয়ারফোনে ক্ষতি হয়। কিন্তু তা বলে তার-যুক্ত ইয়ারফোনেও ক্ষতি হতে পারে না, এমন নয়। সম্প্রতি ‘অটোরাইনোল্যারিঙ্গোলজি অ্যান্ড হেড অ্যান্ড নেক সার্জারি’ জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে জানা গিয়েছে, ১৮ থেকে ২৬ বছর বয়সি শিক্ষার্থীদের একটা বড় অংশ কানের সমস্যার দেখা দিয়েছে। তাঁদের মধ্যে প্রায় ৮৯.৩ শতাংশ শিক্ষার্থী কানের ব্যথা, চুলকানি এবং কানে ময়লা বৃদ্ধির সমস্যার কথা জানিয়েছেন। জানা গিয়েছে, যাঁরা তার-যুক্ত ইয়ারফোন ব্যবহার করেছেন, তাঁদের ক্ষেত্রে সমস্যা সবচেয়ে বেশি দেখা গিয়েছে।
তার-যুক্ত ইয়ারফোনে সমস্যা কোথায়?
ইয়ারফোন নিয়মিত পরিষ্কার করা না হলে, তার মধ্যে কানের ময়লা জমে থাকে। তা থেকে কানে সংক্রমণ ঘটতে পারে। আবার ব্লুটুথ ইয়ারফোন থেকে মাথা ব্যথা এবং রক্তচাপের তারতম্য ঘটতে পারে। তার-যুক্ত ইয়ারফোনগুলি ব্লুটুথ ইয়ারফোনের মতো কোনও বাক্সের মধ্যে থাকে না। ফলে তার মধ্যে সহজেই ময়লা জমে। তার মধ্যে ক্ষতিকারক জীবাণুও বাসা বাঁধতে পারে। তার ফলে সেগুলি ব্লুটুথ ইয়ারফোনের থেকে বেশি ক্ষতিকারক হয়ে উঠতে পারে। অনেকেই আবার ইয়ারফোন অন্যকে ব্যবহার করতে দেন। তার ফলেও যন্ত্রটির মাধ্যমে সংক্রমণ ঘটতে পারে।