Advertisement
E-Paper

শুধু খাওয়ায় অনিয়ম নয় ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়িয়ে দেয় অনেক কিছুই, কী নিয়ে সতর্কতা জরুরি

ফ্যাটি লিভারের ঝুঁকি এড়াতে দৈনন্দিন জীবনচর্যায় কোন বদল আনা জরুরি? কোন খাবার লিভারের জন্য ভাল, খারাপই বা কোনগুলি?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ১৮:১৪
Doctor’s Guide to Foods That Heal and Foods to Avoid for Fatty Liver Disease

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে কোনটি খাবেন, কোনটি নয়? ছবি: সংগৃহীত।

সাম্প্রতিক যে ধরনের অসুখ বা সমস্যা নিয়ে চিকিৎসকেরা চিন্তিত, তার মধ্যে ফ্যাটি লিভার একটি। মদ্যপান, ধূমপানে লিভারের ক্ষতির কথা সকলেই জানেন। কিন্তু চিকিৎসকদের মাথাব্যথার কারণ হচ্ছে বর্তমান জীবনযাপন। প্রক্রিয়াজাত খাবার, ফ্যাটযুক্ত খাবার খাওয়ার প্রবণতা বিপদ বাড়িয়ে দিচ্ছে। অথচ ফ্যাটি লিভার বিষয়টি এতটাও সাধারণ নয়। শুরুতেই এ নিয়ে সতর্ক না হলে লিভারের ক্ষতি অনিবার্য।

ফ্যাটি লিভারের ঝুঁকি এড়াতে দৈনন্দিন জীবনচর্চায় কোন বদল আনা জরুরি? কোন খাবার খেলে লিভারের স্বাস্থ্য বজায় থাকবে পরামর্শ দিলেন নেটপ্রভাবী পেটের চিকিৎসক সৌরভ শেট্টি।

খারাপ খাদ্যাভ্যাস: ভাত-রুটির মতো খাবার বাদ দিয়ে অনেকেই পাস্তা, পিৎজ়া, বার্গার-সহ ভাজাভুজি বেছে নিচ্ছেন। এই ধরনের বেশি ক্যালোরি এবং ফ্যাটযুক্ত খাবার লিভারের ক্ষতি করে। চিকিৎসকেরা সতর্ক করছেন প্রক্রিয়াজাত, হিমায়িত খাবারের বিপদ সম্পর্কে। এ ছাড়াও বেশি চিনি, নুন যুক্ত খাবার লিভারের ক্ষতি করে।

শরীরচর্চার অভাব: বর্তমান প্রজন্মের অনেকেই বাড়ি থেকে কাজ করতে অভ্যস্ত। কেউ রাত জেগে কাজ করেন। কারও কাজ শুরু হয় সকাল থেকে, চলে রাত পর্যন্ত। বাড়ি থেকে কাজ করার ফলে ওঠা, হাঁটা প্রায় হয় না। শরীরচর্চার বালাই নেই। দীর্ঘ ক্ষণ এক ভাবে বসে কাজ করার ফলে শারীরিক শ্রম একেবারেই না হওয়ায় মেদ জমার প্রবণতা তৈরি হয়। যা ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়িয়ে দেয়।

স্থূলত্ব: অনেকেরই সারা শরীরের চেয়ে বেশি পেটে মেদ জমে। পেটে মেদ জমার প্রবণতা লিভারের পক্ষে ক্ষতিকর। এটিও ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়িয়ে দেয়।

ডায়াবিটিস: ইনসুলিন হরমোন ঠিক ভাবে কাজ না করলে এবং ডায়াবিটিস থাকলেও ফ্যাটি লিভারের ঝুঁকি বেড়ে যায়। ইনসুলিন কোষে ঠিকমতো কাজ না করলে, তা লিভারে ফ্যাট জমার কারণ হয়ে দাঁড়ায়।

কোন খাবার ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়ায়, কোনটাই বা খাওয়া দরকার?

ক্যালিফোর্নিয়া নিবাসী পেটের রোগের চিকিৎসক সৌরভ শেট্টি সমাজমাধ্যমে জানাচ্ছেন কোন খাবারগুলি লিভারের ক্ষতি করে, বদলে কোনগুলি খেতে হবে।

তেল: এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল লিভারের স্বাস্থ্য ভাল রাখে। স্যালাডে মিশিয়ে তা খাওয়া যেতে পারে। এতে অ্যান্টি-অক্সিড্যান্ট রয়েছে, আছে স্বাস্থ্যকর ফ্যাট, যা সামগ্রিক ভাবে স্বাস্থ্য ভাল রাখে।

আবার একই তেলে বার বার ভাজাভুজি করলে সেটি লিভারের পক্ষে ক্ষতিকর হয়ে দাঁড়ায়। অলিভ অয়েল অল্প ব্যবহার করে রান্না করলে ঠিক আছে। কিন্তু এই অলিভ অয়েলেই ফ্রেঞ্চ ফ্রাই বা পকোড়া ভাজতে গেলে এবং একই তেল ব্যবহার করে বার বার রান্না হলে তা লিভারের ক্ষতি করবে।

স্ন্যাক: বাদাম, বীজ যেমন আখরোট, কাঠবাদাম, কুমড়ো, তিসির বীজ এগুলি ফ্যাটি লিভারের জন্য ক্ষতিকর নয়। বরং লিভার ভাল রাখতে পরিমিত পরিমাণে বাদাম, বীজ খাওয়া জরুরি। এই সব বাদ দিয়ে প্যাকেটজাত এবং প্রক্রিয়াজাত খাবার খেলে লিভারের ক্ষতি হতে পারে।

কার্বোহাইড্রেট: ওট্‌স, বার্লি, মিলেটে যে কার্বোহাইড্রেট থাকে তা স্বাস্থ্যের জন্য ভাল। এই ধরনের কার্বোহাইড্রেট রক্তে শর্করার মাত্রা আচমকা বাড়িয়ে দেয় না, লিভাররে জন্যও তা ভাল। তবে ময়দা, সাদা পাউরুটি, কেক, পেস্ট্রি এই ধরনের খাবার নিয়মিত খেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। লিভারের সমস্যা দেখা দিতে পারে।

Fatty Liver Fatty Liver Problem Fatty Liver Symptoms Reason behind Fatty Liver
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy