Advertisement
E-Paper

অ্যাকশন ছবির উপযুক্ত চেহারা বানাতে স্রেফ ৫ সপ্তাহ নিয়েছেন হৃতিক? কী কী করেছিলেন?

১৪ অগস্ট মুক্তি পেতে চলেছে হৃতিকের সিনেমা ‘ওয়ার টু’। তার জন্য হৃতিক যে চেহারা তৈরি করেছেন, তা তাঁর ২৫ বছর আগের ছবি ‘কহো না প্যার হ্যায়’-এর চেহারাকেও টক্কর দিতে পারে!

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৫ ১৩:১২
কী ছিলেন আর কী হলেন! হৃতিক রোশন।

কী ছিলেন আর কী হলেন! হৃতিক রোশন। ছবি : সংগৃহীত।

হৃতিক রোশনকে যে গ্রিক দেবতার সঙ্গে তুলনা করা হয়, তা শুধু তাঁকে দেখতে সুদর্শন বলে নয়। তাঁর সুন্দর চোখ, সুন্দর চুল, চাঁচাছোলা সুন্দর মুখের আদলের পাশাপশি তাঁর পাথরে খোদাই করা পেশির কারুকাজ দেখেও গ্রিক দেবতার মূর্তির কথা মনে পড়েছিল অনুরাগীদের। কিন্তু সে তো ২০০০ সালের কথা। তখন ‘কহো না প্যার হ্য়ায়’ সবে মুক্তি পেয়েছে। আর এখন তিনি ৫১। প্রৌঢ়ত্বের চৌকাঠে। কিন্তু চেহারা? সেখানে টক্কর দেওয়ার সাধ্যি এখনও বলিউডের কোনও নায়কের রয়েছে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

১৪ অগস্ট মুক্তি পেতে চলেছে হৃতিকের সিনেমা ‘ওয়ার টু’। তার জন্য হৃতিক যে চেহারা তৈরি করেছেন, তা তাঁর ২৫ বছর আগের চেহারাকেও টক্কর দিতে পারে! আর সেই বদল হৃতিক নিজের চেহারায় আনতে পেরেছেন কেবল ৫ সপ্তাহে।

৫ সপ্তাহ অর্থাৎ অঙ্কের হিসাবে এক মাস পাঁচ দিনে। চেহারা বদলে ফেলার জন্য আপাতদৃষ্টিতে অতি অল্প সময়। কিন্তু দেখা যাচ্ছে, হৃতিকের কাছে সময়টা অল্প নয়। বরং নিজেকে আপাদমস্তক বদলে ফেলার জন্য যথেষ্ট। এই বয়সেও এইট প্যাক অ্যাবস বানিয়েছেন হৃতিক। তাঁর পেটের পেশিতে বাড়তি মেদের চিহ্নমাত্র নেই। বদলে রয়েছে সুদৃশ্য পেশির আঁকিবুকি। যা তাঁর অর্ধেক বয়সি বলিউড তারকাদের কাছেও ঈর্ষণীয়।

ফাইটার  সিনেমার আগেও নিজের চেহারায় মনযোগ দিয়েছিলেন হৃতিক।

ফাইটার সিনেমার আগেও নিজের চেহারায় মনযোগ দিয়েছিলেন হৃতিক।

কী ভাবে এটা সম্ভব হল, তার রহস্য নিজেই উদ্ঘাটন করেছেন অভিনেতা। হৃতিক ডানিয়েছেন, কয়েকটি অভ্যাসের সঙ্গে ওই পাঁচ সপ্তাহে কোনও আপস করেননি তিনি। আর তার মধ্যে একটি হল ঘুম।

সমাজমাধ্যমে একটি পোস্ট করে নিজের পাঁচ সপ্তাহের রুটিন জানিয়েছেন হৃতিক। সেই সঙ্গে বলেছেন, যা-ই হোক না কেন, ওই সময়ে তিনি প্রতি দিন রাত ৯টার মধ্যে শুতে চলে গিয়েছেন। তবে তার বাইরেও আরও অনেক কসরত করতে হয়েছে তাঁকে। সেই কসরত আর লক্ষ্যপূরণের কথা হৃতিক লিখেছেন তাঁর ইনস্টাগ্রামে।

নায়ক লিখেছেন, ‘‘অবশেষে লক্ষ্য পূরণ হল! আমার হাঁটু, কোমর, গোড়ালি, কাঁধ, মেরুদণ্ড এবং মন— তোমাদের ধন্যবাদ! আমি জানি, তোমরা কঠিন চ্যালেঞ্জ আর লড়াই পছন্দ করো। তাই তোমাদের এত ভালবাসি।’’ স্পষ্ট না বললেও নায়কের বক্তব্যে স্পষ্ট ওই পাঁচ সপ্তাহ তিনি শরীরকে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে গিয়েছেন।

বদলের আগে ও পরে। হৃতিক রোশন। ছবিটি নিজের ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করেছেন নায়ক।

বদলের আগে ও পরে। হৃতিক রোশন। ছবিটি নিজের ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করেছেন নায়ক।

একটি ভিডিয়োয় হৃতিকের সেই কঠিন অধ্যবসায় ধরাও পড়েছে। যেখানে হৃতিককে দেখা যাচ্ছে সাঁতার কাটতে। পারপাস স্টুডিয়ো নামের এক সংস্থা সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেছে। ইনস্টাগ্রামে সেটি ভাগ করে নিয়ে তারা লিখেছে, ‘‘‘ওয়ার টু’ ছবির শারীরিক প্রশিক্ষণের সময় হৃতিক রোশন। একটা মানুষ কী ভাবে এমন ভাবে নিজেকে নিয়মের বাঁধনে বেঁধে রাখতে পারেন, তা তাঁকে দেখে শেখার মতো। প্রতি দিন নির্দিষ্ট সময়ে একটাই লক্ষ্যের পিছনে এ ভাবে নিষ্ঠার সঙ্গে পড়ে থাকতে পারেন বলেই আজ তিনি এই জায়গায়।’’ ওই পোস্টটি হৃতিক তাঁর নিজের প্রোফাইলেও ভাগ করে নিয়েছেন।

আর কী করতে হয়েছে ওই পাঁচ সপ্তাহে। হৃতিক সরাসরি না জানালেও বুঝিয়ে দিয়েছেন, খাওয়াদাওয়ার ব্যাপারে নির্দিষ্ট নিয়মের বাইরে এক পা-ও রাখেননি তিনি। সেই সঙ্গে তাঁর জীবন যাপনের এত রকমের পরিবর্তন মুখ বুজে মেনে নেওয়ার জন্য ধন্যবাদ দিয়েছেন প্রেমিকাকে। একই সঙ্গে হৃতিককে এ ব্যাপারে দিশা দেখিয়েছেন যিনি, সেই 'মেন্টর' ক্রিস গেথিনকেও কড়া নজরদারির জন্য কৃতিত্ব দিয়েছেন হৃতিক।

Hrithik Roshan War 2
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy