Advertisement
E-Paper

বৃষ্টির মধ্যে ইয়ারফোন ব্যবহার করেন? অজান্তে কানের ক্ষতি হতে পারে, সুরক্ষিত থাকতে কী করা উচিত

বর্ষার সময়ে কানে সংক্রমণের ঝুঁকি বাড়ে। স্যাঁতসেঁতে আবহাওয়ায় কানে জীবাণু সহজেই আক্রমণ করে এবং সংক্রমণ ঘটায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ২০:০২
Hidden risks of using earphones during the rains while it is tricky to catch

প্রতীকী চিত্র। ছবি: এআই।

শরৎ এসে গেলেও বিক্ষিপ্ত বৃষ্টি চলছেই। বাড়ির বাইরে পা রাখলে অনেকেই হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করেন। বাজারে এখন জলরোধী ইয়ারফোনও রয়েছে। তাই বৃষ্টি সেখানে কোনও বাধা নয়। কিন্তু বৃষ্টির মধ্যে ইয়ারফোন ব্যবহার করার প্রবণতা থেকে কানের ক্ষতি হতে পারে।

সাধারণত বর্ষার সময়ে কানে সংক্রমণের ঝুঁকি বাড়ে। স্যাঁতসেঁতে আবহাওয়ায় কানে জীবাণু সহজেই আক্রমণ করে এবং সংক্রমণ ঘটায়। সমস্যা আরও জটিল হতে পারে ইয়ারফোন ব্যবহারের ফলে। সারা দিনে ৩ থেকে ৪ ঘণ্টা ইয়ারফোন ব্যবহার করেন অনেকেই। বৃষ্টির সময়ে ইয়ারফোন ব্যবহারের ফলে কান বন্ধ থাকে। তার ফলে কর্ণকুহরে হাওয়া প্রবেশ করে না। ফলে কান সব সময়েই স্যাঁতসেঁতে হয়ে থাকার কারণে সেখানে জীবাণুর সংখ্যা বাড়তে থাকে।

আবার কী ধরনের ইয়ারফোন ব্যবহার করা হচ্ছে, তার উপরেও অনেক সময় কানের স্বাস্থ্য নির্ভর করে। যেমন, সস্তা ইয়ারফোনের রবারের পাডগুলির গুণগত মান ভাল হয় না। তার থেকে ক্ষতিকারক রাসায়নিক অনেক সমমে কানের মধ্যে প্রবেশ করে সংক্রমণ ঘটাতে পারে। আবার ইয়ারফোন যদি নিয়মিত পরিষ্কার করা না হয়, তা হলেও তার মধ্যে ময়লা জমে কানে সমস্যা হতে পারে।

কানের মধ্যে দিনের একটা বড় সময় হাওয়া প্রবেশ না করলে, সেখানে সংক্রমণের ঝুঁকি বাড়তে থাকে। এ ক্ষেত্রে ইয়ারফোনের তুলনায় হেডফোন বেশি উপকারী। কারণ, হেডফোন কর্ণকুহরকে সম্পূর্ণ রূপে বন্ধ করে দেয় না।

Earphone Rainy Season Ear Wax Ear Infection
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy