কানে ব্যথার নানা কারণ থাকতে পারে। এর মধ্যে অন্যতম পরিচিত সমস্যা ওটাইটিস মিডিয়া। মধ্যকর্ণ ও অন্তঃকর্ণের সংক্রমণজনিত একটি সমস্যা, যা সাধারণত তিন বছরের কম বয়সের বাচ্চাদের মধ্যে বেশি দেখা যায়। তবে প্রাপ্তবয়স্কদেরও হতে পারে।
কী এই ওটাইটিস মিডিয়া?
কানের বিভিন্ন ইনফেকশনের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় বহিঃকর্ণের সংক্রমণ। সাধারণত যাঁরা সাঁতার কাটেন, তাঁদের মধ্যে বেশি দেখা দেয়। ‘‘এই ধরনের সমস্যাকে আমরা চিকিৎসার পরিভাষায় ওটাইটিস এক্সটার্না বলি। আর সর্দি বা সাইনুসাইটিসের ফলে সংক্রমিত মিউকাস যদি কানের পর্দার পিছনের অংশ পর্যন্ত ছড়িয়ে গিয়ে ইনফেকশন তৈরি করে, তখন তাকে বলা হয় ওটাইটিস মিডিয়া,’’ বললেন ইএনটি ডা. অর্জুন দাশগুপ্ত।
ছোটদের কেন হয়?
ডা. দাশগুপ্তের কথায়, “শিশুদের দুধ খাওয়ানোর সময়ে মাথাটা একটু উঁচু করে না খাওয়ালে অনেক সময়ে তা কানের ভিতরে ঢুকে যায়। এ ছাড়া ৮-১২ বছর বয়স না হওয়া অবধি ছোটদের কানের ভিতরকার ইউস্টেকিয়ান টিউবের গড়ন সম্পূর্ণ হয় না। ছোটদের টনসিল কিংবা অ্যাডিনয়েডের সমস্যা তৈরি হলে সেখান থেকেও ইনফেকশন ছড়াতে পারে কানে।”
লক্ষণ কী?
কানে ব্যথা হওয়াই এর প্রধান লক্ষণ। ব্যথা থেকে অনেক সময়ে জ্বর পর্যন্ত চলে আসতে পারে। ছোটদের ক্ষেত্রে খুব ঘন ঘন হতে পারে এই সংক্রমণটি। সংক্রমণ চলে যাওয়ার পরেও অনেক সময়ে কানটা বদ্ধ, ভারী বলে মনে হয়। কানের ভিতরে জল ঢুকে রয়েছে, এমন অনুভূতি হতে পারে। এর কারণ, সংক্রমণ কমে গেলেও মিউকাসটা থেকে যায়। সেটা পুরোপুরি যেতে কয়েক সপ্তাহ, এমনকি এক মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে।
সমস্যা থেকে মুক্তি
বাচ্চাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনা থেকেই এই সংক্রমণের সম্ভাবনা কমে যায়। ১২ বছর বয়সের পরে ইউস্টেকিয়ান টিউবের গড়নও পূর্ণতা পায়। সাইনুসাইটিস হলে এই ইনফেকশন বেড়ে যায়, তাই ঠান্ডা লাগা, সর্দি-কাশির ধাত থাকলে সাবধান থাকা দরকার।
উপশম ও চিকিৎসা
ছোট বাচ্চাদের ক্ষেত্রে প্রাথমিক ভাবে গরম সেঁক দেওয়া, প্যারাসিটামল দিয়ে ব্যথা নিয়ন্ত্রণ করা যায় বাড়িতেই। ব্যথা বাড়লে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। ডা. দাশগুপ্ত বললেন, ‘‘এ সব ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। তাতে ইনফেকশনটা চলে যায়। সঙ্গে নাকের ড্রপ।’’
ওষুধ, ড্রপ ব্যবহার করার ছ’সপ্তাহ থেকে দু’মাস পর্যন্ত অপেক্ষা করা হয়। তার পরেও সমস্যা রয়ে গেলে কানের পর্দায় একটা ছোট বোতামের মতো গ্রোমেট বসিয়ে দেওয়া হয়। মাস ছয়েক পরে নিজে থেকেই গলে বেরিয়ে যায় এই গ্রোমেট। ঠিক সময়ে চিকিৎসা শুরু না করলে ইনফেকশন থেকে পুঁজ তৈরি হয়ে তা কানের পর্দায় ফুটো পর্যন্ত করে দিতে পারে। তখন সার্জারি ছাড়া উপায় থাকে না। ওটাইটিস মিডিয়া খুব পরিচিত সমস্যা। সময় থাকতে চিকিৎসা শুরু করলে সহজেই এর নিরাময় সম্ভব।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)