Advertisement
E-Paper

‘ব্রেন হেমারেজ’ হয়েছে ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রীর, কী এই রোগ, কেন রক্তক্ষরণ হতে থাকে মস্তিষ্কে?

ব্রেন হেমারেজ কী? কেন হয় এই সমস্যা? কোন কোন লক্ষণ দেখে আগাম সতর্ক হতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৫ ০৯:০১
Jharkhand Education Minister Ramdas Soren, suffered brain haemorrhage, know its symptoms and causes

মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রীর, কেন হয় এই সমস্যা? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মস্তিষ্কের ভিতরে রক্তক্ষরণ হয়ে চলেছে। অবস্থা গুরুতর ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী রামদাস সোরেনের। এয়ারলিফ্ট করে তাঁকে নিয়ে আসা হয়েছে দিল্লিতে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। সূত্রের খবর, ৬২ বছরের মন্ত্রীকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। ২৪ ঘণ্টা তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন চিকিৎসকেরা।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ইরফান আনসারি জানিয়েছেন, বাথরুমে পড়ে গিয়ে মস্তিষ্কে আঘাত লাগে শিক্ষামন্ত্রীর। মস্তিষ্কের ভিতর রক্ত জমাট বেঁধে গিয়েছিল। পরে পরীক্ষা করে দেখা যায়, তাঁর ‘ব্রেন হেমারেজ’ শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ, মস্তিষ্কের ভিতরে রক্তক্ষরণ হয়ে চলেছে।

‘ব্রেন হেমারেজ’ কেন হয়?

মস্তিষ্কের অভ্যন্তরে কোনও কারণে রক্তক্ষরণ ঘটলে অক্সিজেন সরবরাহে ব্যাঘাত ঘটে। এই কারণে মস্তিষ্কের কোষ ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময়ে মস্তিষ্কে গুরুতর আঘাত লাগলে সেখানকার রক্তজালিকাগুলি ছিঁড়ে যায়। ফলে রক্তক্ষরণ শুরু হয়। মস্তিষ্কে রক্তক্ষরণ হতে থাকলে তার থেকে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হতে পারেন রোগী অথবা গভীর কোমায় চলে যেতে পারেন।

দেহের রক্তের মাত্র দুই শতাংশ মস্তিষ্ক ব্যবহার করে। কিন্তু মস্তিষ্কের কোষ অত্যন্ত সংবেদনশীল, সেই কারণে অক্সিজেন বা শর্করা সরবরাহে সমস্যা হলে দ্রুত সেই কোষগুলো নষ্ট হয়ে যায়। তখন রক্ত জমাট বাঁধতে থাকে। ফলে মস্তিষ্কের কোষে চাপ পড়ে এবং রক্তনালি ছিঁড়ে গিয়ে রক্তপাত হতে থাকে।

মস্তিষ্কে রক্তক্ষরণ নানা কারণে হতে পারে। উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে অথবা হিমোফিলিয়ার মতো রোগ থাকলে তার থেকে রক্তক্ষরণ হতে পারে। আরও একটি কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে তা হল অ্যানিউরিজ়ম। এটি এমন একটা সমস্যা যা অজান্তে শরীরের মধ্যে জন্ম নেয়, কখনও সারা জীবন সুপ্ত থাকে, আবার কখনও এতটাই ভয়াবহ হয় যে, সুস্থ ভাবে বেঁচে থাকাই কঠিন হয়ে যায়। শরীরে হার্ট থেকে একাধিক আর্টারি বা ধমনীর মাধ্যমে রক্ত মাথা থেকে পা পর্যন্ত বাহিত হচ্ছে। বিভিন্ন কারণে ধমনীর এক বা একাধিক জায়গা দুর্বল হয়ে গেলে সেখানে রক্ত জমে বেলুনের মতো হয়। সেই বেলুন আকারে ছোট বা বড় হতে পারে। এই বেলুনের মতো হওয়াকে বলে অ্যানিউরিজ়ম। কোথাও ছোট ছোট আকারে বেলুন তৈরি হয়, কোথাও আবার তা ফুলেফেঁপে ওঠে। অনিয়ন্ত্রিত রক্তচাপ ও ডায়াবিটিস, রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়লে, অতিরিক্ত ধূমপান বা বয়সজনিত কারণেও তা হতে পারে। অ্যানিউরিজ়ম হলে তার থেকে ব্রেন হেমারেজ হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়।

কখন চিকিৎসকের কাছে যেতে হবে?

রোগী বার বার জ্ঞান হারালে, দৃষ্টিশক্টি ঝাপসা হতে থাকলে, হঠাৎ করে খিঁচুনি শুরু হলে অথবা ঘন ঘন মাথায় ব্যথা, বুকে ব্যথার সমস্যা হলে চিকিৎসকের কাছে যেতেই হবে। সিটি স্ক্যান বা এমআরআই করে রোগ ধরা পড়ে। প্রয়োজনে অস্ত্রোপচার করতে হয়।

Brain Haemorrhage
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy