চোখের সাজ যতই সুন্দর হোক, সঠিক যত্ন না নিলে চোখের ক্ষতি হতে পারে। মেকআপ করে সারা দিন বাইরে ঘোরার পর রাতেও যদি তা রেখে দেন, তা হলে ত্বকে নানা সমস্যা দেখা দিতে পারে। একই ভাবে চোখের মেকআপ না তুলে ঘুমোলে চোখ ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেক সময়ে চোখের পাতা ফুলে গিয়ে জ্বালা হয়। কেউ কেউ সংক্রমণ ভেবে কেবল ওষুধ খেয়ে সারিয়ে নেন। আবারও মেকআপ না তোলার ভুল করে বসেন। কিন্তু গোড়াতেই রয়ে গিয়েছে গলদ। চোখের পাতা ফুলে লাম্প তৈরি হওয়ার মতো সমস্যা তৈরি হয়েছে আসলে মেকআপের ফলে।
চোখের মেকআপ তুলে ঘুমোতে যেতে হবে। ছবি: সংগৃহীত।
কেন হয় এই লাম্প?
চোখের পাতায় ছোট ছোট গ্রন্থি থাকে, যা থেকে তেল নিঃসৃত হয়। এগুলি চোখকে আর্দ্র রাখার জন্য কার্যকরী। কিন্তু মেকআপ রেখে দেওয়ার ফলে যদি চোখের পাতার এই গ্রন্থিগুলি বন্ধ থাকে, তা হলে ভিতরে তেল জমতে শুরু করে। আর তার ফলেই তৈরি হয় গুটি। বেশির ভাগ সময়েই এই লাম্পগুলি ব্যথাহীন হয়। কখনও আবার লাল হয়ে ফুলে ওঠে। তবে কেবল মেকআপ না তুলে ঘুমিয়ে পড়লেই যে লাম্প হয়, তা নয়। অপরিষ্কার ব্রাশ, লাইনার বা মাসকারা ব্যবহার করলে বা জোরে জোরে চোখ ঘষতে থাকলেও এই সমস্যা দেখা দিতে পারে। তা ছাড়া ধুলো, ঘাম বা তেল জমে থাকার কারণেও চোখের পাতায় ব্যাক্টেরিয়া সহজেই বাড়তে পারে এবং তেলের গ্রন্থিগুলি বন্ধ হয়ে লাম্পের সৃষ্টি হয়।
কী ভাবে রুখবেন
• প্রতি দিন মেকআপ তোলার জন্য চোখের ক্লিনজ়ার ব্যবহার করুন।
• রাতে শোয়ার আগে চোখ পুরোপুরি পরিষ্কার করতে হবে।
• ব্রাশ ও মেকআপের সামগ্রী নিয়মিত ধুয়ে শুকিয়ে রাখুন।
• মেয়াদ উত্তীর্ণ পণ্য ব্যবহার করবেন না।
• চোখ কচলানো বা বার বার হাত দেওয়া বন্ধ করুন।
তবে যদি কয়েক দিনের মধ্যে না কমে, ফুলে যায় বা চোখে ব্যথা হয়, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।