এক ওষুধেই দুই রোগ সারবে। মাইগ্রেনের কষ্ট দূর হবে, সারবে অবসাদও। এমনই এক ওষুধ তৈরির দাবি করেছেন আমেরিকার বিজ্ঞানীরা।
গরম পড়লে মাথাব্যথা, বৃষ্টি নামলে মাথায় যন্ত্রণা, অফিসে জরুরি মিটিং চলছে, দেখবেন হঠাৎ মাথায় ব্যথা শুরু হল। এই মাথাব্যথার সমস্যা যেন একচেটিয়া হয়ে গিয়েছে। আর যেমন-তেমন ব্যথা নয় যে, এক বার হল আর সেরে গেল। এক বার শুরু হলে ব্যথা কমার নামই নেই। এই ধরনের মাথাব্যথা একটানা চলতে থাকলে চিকিৎসকেরা মাইগ্রেনের ব্যথা কি না, তা পরীক্ষা করে দেখেন। আর মাইগ্রেন এক বার হলে তাতে ভোগান্তি বাড়তেই থাকে। গবেষকেরা জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে মাইগ্রেনে ভুগছেন, এমন রোগীর মধ্যে অবসাদের লক্ষণও দেখা দেয় অনেক সময়ে। মাইগ্রেন থেকে ‘অ্যাংজ়াইটি অ্যাটাক’ হয়েছে, এমন রোগীর সংখ্যাও কম নয়।
‘ফ্রিমেনেজ়ুমাব’ নামে একটি ওষুধ তৈরি করেছেন গবেষকেরা, যা একই সঙ্গে মাইগ্রেন ও অবসাদ কমাবে বলে দাবি করা হয়েছে। ‘জার্নাল অফ আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন’-এর একটি গবেষণাপত্রে এই খবর প্রকাশিত হয়েছে। গবেষকেরা জানিয়েছেন, নতুন ওষুধটি ৫৪০ জনের উপর প্রয়োগ করে দেখা হয়েছে। তাঁদের মধ্যে কারও মাইগ্রেন ছিল, কেউ আবার অবসাদের শিকার। আবার অনেকে উভয় রোগেই ভুগছিলেন। ওষুধটি নির্দিষ্ট ডোজ়ে খেয়ে উপকার পেয়েছেন প্রায় সকলেই। ‘ফ্রিমেনেজ়ুমাব’ ওষুধটি মস্তিষ্কের প্রদাহ কমাতে পারে। পাশাপাশি, স্নায়ুর যে কোনও জটিল সমস্যা থাকলেও সেটি প্রয়োগ করা যাবে বলে জানিয়েছেন গবেষকেরা।
আরও পড়ুন:
ওষুধটি আপাতত ব্রিটেন, আমেরিকা, জার্মানি-সহ ১২টি দেশে ক্লিনিক্যাল ট্রায়াল করা হচ্ছে। এ দেশেও ওষুধটির পরীক্ষা শুরু হবে কি না, তা জানা যায়নি। গবেষকেরা জানিয়েছেন, বহু মানুষের উপর পরীক্ষা সফল হলে, তবেই সেটি বাজারে নিয়ে আসা হবে।