Advertisement
E-Paper

স্তন ক্যানসারের বিরল ধরন ছড়াচ্ছে, সহজে ধরা পড়ে না ম্যামোগ্রামেও, কী এই ‘লোবিউলার কার্সিনোমা’?

সাধারণ স্তন ক্যানসারের যে সব উপসর্গ প্রকট হয়, তার থেকে এটি আলাদা। স্তনে কোনও বদলও সে ভাবে ধরা পড়ে না। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এর নাম ‘ইনভেসিভ লোবিউলার কার্সিনোমা’।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ০৮:৫৪
Rates of one type of Breast Cancer called invasive lobular carcinoma have been rising very rapidly

স্তন ক্যানসারের কোন ধরন নিয়ে আতঙ্ক বাড়ছে, ধরা পড়ে না ম্যামোগ্রামেও। ফাইল চিত্র।

ক্যানসার আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে বলে কিছু দিন আগেই খবর বেরিয়েছিল। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) তাদের সমীক্ষার রিপোর্ট পেশ করেছে। তাতে জানা গিয়েছে, বিশ্বে প্রতি ২০ জন মহিলার মধ্যে অন্তত ১ জন স্তন ক্যানসারে আক্রান্ত। ২০৫০ সালের মধ্যে বিশ্বজুড়ে স্তন ক্যানসারে আক্রান্তের সংখ্যা প্রতি বছরের হিসেবে ৩৫ লাখ ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশও করা হয়েছে। তার মধ্যেই নতুন এক আশঙ্কার কারণ দেখা দিয়েছে। স্তন ক্যানসারের এক বিরল ধরন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। সাধারণ স্তন ক্যানসারের যে সব উপসর্গ প্রকট হয়, তার থেকে এটি আলাদা। স্তনে কোনও বদলও সে ভাবে ধরা পড়ে না। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এর নাম ‘ইনভেসিভ লোবিউলার কার্সিনোমা’।

আমেরিকায় লোবুলার কার্সিনোমায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির গবেষকেরা দাবি করেছেন, বিশ্বের অনেক দেশেই মারাত্মক হয়ে দেখা দিয়েছে এই ক্যানসার।

কী এই ইনভেসিভ লোবিউলার কার্সিনোমা?

দুধ উৎপাদনকারী গ্রন্থি লোবিউলে ছোট ছোট টিউমার জন্মায়। এই টিউমার কোষ খুব দ্রুত বিভাজিত হয়ে সংখ্যায় বাড়তে থাকে। তাই একে লোবিউলার কার্সিনোমা বলে। গবেষকেরা জানাচ্ছেন, এই ধরনের ক্যানসার ভিতরে ভিতরে কোষগুলিকে নষ্ট করতে থাকে তবে তার কোনও বাহ্যিক লক্ষণ সে ভাবে প্রকাশ পায় না। সাধারণ স্তন ক্যানসারে স্তনের আকার বদলে যায়, হাত দিয়ে পরীক্ষা করলে শক্ত পিণ্ডের মতো মনে হয়, কিন্তু লোবিউলার কার্সিনোমায় নিজে থেকে পরীক্ষা করে কিছু বোঝা সম্ভব নয়। এমনকি, ম্যামোগ্রামেও এই ক্যানসার ধরা পড়ে না সে ভাবে। এই ধরনের ক্যানসারে শরীরে হরমোনের ভারসাম্য পুরোপুরি বিগড়ে যায়। মহিলাদের দুই হরমোন ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের ক্ষরণের তারতম্য হতে থাকলে ক্যানসার কোষও আরও দ্রুত ছড়াতে শুরু করে।

ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের তথ্য বলছে, আমেরিকায় প্রতি বছর ৪৭ হাজারের বেশি মহিলার লোবিউলার কার্সিনোমা ধরা পড়ে। ভারতে এই ক্যানসারের ধরন এখনও পাওয়া গিয়েছে কি না, তা স্পষ্ট ভাবে জানা নেই। তবে এ দেশেও স্তন ক্যানসারে আক্রান্তের হার কম নয়। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর করা সমীক্ষায় দেখা গিয়েছে, এ দেশে প্রতি ২৮ জন মহিলার এক জন স্তন ক্যানসারে আক্রান্ত হন প্রতি বছর। বছরের হিসেবে শহরাঞ্চলে প্রতি ২২ জনের মধ্যে এক জন আক্রান্ত, আর গ্রামাঞ্চলে প্রতি ৬০ জনের মধ্যে এক জন স্তন ক্যানসারের শিকার।

ক্যানসার ধরা পড়বে কী ভাবে?

‘আলট্রাসাউন্ড’ এবং ‘ব্রেস্ট এমআরআই’ করলে লোবিউলার কার্সিনোমা ধরা পড়তে পারে। এমআরআই করালে ধরা পড়বে, স্তনের কোষগুলির পুরুত্ব বেড়েছে কি না বা টিউমার কোষের সংখ্যা বাড়ছে কি না। গবেষকেরা জানাচ্ছেন, পরিবারে স্তন ক্যানসারের ইতিহাস থাকলে অথবা খুব বেশি ধূমপান-অ্যালকোহলের নেশা থাকলে এই ক্যানসারের আশঙ্কা বাড়বে। ষাট বছরের ঊর্ধ্বে লোবিউলার কার্সিনোমার ঝুঁকি অনেক বেশি।

গবেষকেরা জানাচ্ছেন, রক্তের মাধ্যমে ক্যানসার কোষ বাহিত হয়ে দেহের অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়ে। সেরে ওঠার পরেও তা ফিরে আসতে পারে।

Breast Cancer Cancer treatment cancer awareness
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy