Advertisement
E-Paper

৪৯ বছর বয়স, সময় ১০০ দিন, তৈরি হবে ‘সিক্স প্যাক’! উপায় জানালেন দক্ষিণী অভিনেতা সূর্য

বেশি বয়সেও সিক্স প্যাক অ্যাব তৈরি করে দেখিয়ে দিয়েছেন দক্ষিণী অভিনেতা সূর্য। নিজের সফরের কথা তুলে ধরলেন অভিনেতা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মে ২০২৫ ১৬:২৪
Tamil actor Suriya Sivakumar shares his six packs secrets for the film Kanguva

দক্ষিণী অভিনেতা সূর্য। ছবি: সংগৃহীত।

২০২৪-এ ‘কাঙ্গুবা’ ছবিতে দক্ষিণী অভিনেতা সূর্যের সুঠাম শরীর দর্শককে অবাক করে। ছবিতে অভিনেতার সিক্স প্যাক অ্যাব দেখা গিয়েছিল। তার পর থেকেই অভিনেতার ডায়েট নিয়ে বিভিন্ন সময়ে চর্চা হয়েছে। কী ভাবে তিনি এই অসাধ্য সাধন করেছেন, সম্প্রতি একটি সাক্ষাৎকারে তা জানিয়েছেন সূর্য।

সূর্য জানিয়েছেন, এই ছবিটির জন্য তিনি শুরু থেকেই কঠিন ডায়েট অনুসরণ করেছিলেন। সিক্স প্যাকের জন্য অভিনেতা ১০০ দিনের লক্ষ্যমাত্রা নিয়েছিলেন। সূর্যের বয়স এখন ৪৯ বছর। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের মেটাবলিজ়মের হার কমে যায়। তাই সূর্যকে কাঙ্ক্ষিত সুঠাম চেহারা তৈরি করতে বেগ পেতে হয়। সূর্য বলেন, ‘‘আমার খুব বেশি ওজন বাড়ে না। হয়তো সেটা জিনগত কারণে।’’

Tamil actor Suriya Sivakumar shares his six packs secrets for the film Kanguva

ডায়েটের পাশাপাশি নিয়মিত জিমে সময় কাটান সূর্য। ছবি: সংগৃহীত।

বয়স বাড়লে পরিকল্পিত ডায়েট শরীরের পক্ষে উপকারী। পুষ্টিবিদের মতে, বেশি বয়সে শরীরে মেটাবলিজ়মের হার কমে যাওয়ার ফলে কাঙ্ক্ষিত ওজন বজায় রাখা সহজ। তবে সে ক্ষেত্রে সুষম আহার এবং স্বাস্থ্যকর অভ্যাস তৈরি করতে হবে। সূর্য তাঁর ডায়েটে রেখেছিলেন প্রচুর প্রোটিনজাত খাবার। পাশাপাশি তিনি প্রক্রিয়াজাত খাবার (সসেজ, সালামি, পানীয়, কর্নফ্লেক্স প্রভৃতি) খেতেন না। নিত্য দিনের খাবারে কার্বোহাইড্রেটের পরিমাণও কম রাখতেন। পাশাপাশি, তাঁর ডায়েট থেকে নুন এবং চিনিকে বাদ দেওয়া হয়েছিল। সুষ্ঠু ডায়েটের সঙ্গে প্রতি দিন জিমে শরীরচর্চা করেতন সূর্য।

সূর্য জানিয়েছেন, এই সফরে তিনি কোনও কৃত্রিম পন্থা অবলম্বন করেননি। অভিনেতা বলেন, ‘‘আমি যতটা সম্ভব কঠোর ভাবে নিয়মরীতি মেনে চলার চেষ্টা করেছিলাম। সিক্স প্যাক তৈরি করেছি, স্বাভাবিক ভাবে। তার ফলাফল সকলেই দেখেছেন।’’ তবে সূর্যের ক্ষেত্রে যা ফলপ্রসূ হয়েছে, তা অন্য কারও ক্ষেত্রে না-ও হতে পারে। বুঝতে হবে, প্রত্যেকের শরীরের গঠন এবং চাহিদা অন্য রকম। তাই বেশি বয়সে যে কোনও রকম ডায়েট অনুসরণ করার আগে কোনও চিকিৎসক বা পুষ্টিবিদের সঙ্গে পরামর্শ করা উচিত।

Suriya South Actors Celebrity Fitness Tips Diet Plan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy