Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Health

Home Remedies for Pain: হেঁশেলের ৩ উপাদান: ব্যথা কমাবে কম সময়ে

হাঁটু বা পেশি সংক্রান্ত কোনও ব্যথা কমাতে ‘পেনকিলার’-এর বদলে ভরসা রাখুন হেঁশেলের কয়েকটি উপাদানে। রইল তালিকা।

ব্যথা উপশমের জন্য হেঁশেলেরই কিছু উপাদানের উপর ভরসা রাখতে পারেন।

ব্যথা উপশমের জন্য হেঁশেলেরই কিছু উপাদানের উপর ভরসা রাখতে পারেন। ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ জুন ২০২২ ২০:০৩
Share: Save:

নানা কারণে ব্যথা-বেদনা হলে বিশেষজ্ঞের পরামর্শ ছাড়াই অনেকে ব্যথা নাশক ওষুধে ভরসা রাখেন। কিন্তু মাত্রাতিরিক্ত হারে এই ধরনের ওষুধ ক্রমাগত খেতে থাকলে শরীরে নানা রকমের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তার বদলে উপায় থাকলে ব্যথা উপশমের জন্য হেঁশেলেরই কিছু উপাদানের উপর ভরসা রাখতে পারেন।

হেঁশেলের কোন তিনটি উপাদানে ভরসা রাখবেন?

১) হলুদ: হলুদে কারকিউমা নামক একটি উপাদান থাকে। তা ব্যথা কমাতে সাহায্য করতে পারে বলে মত বিশেষজ্ঞদের। বিশেষত হাঁটুর ব্যথা কমাতে হলুদ দারুণ কার্যকর। ব্যথানাশক ছাড়াও হলুদ প্রদাহ কমানোর জন্যে অত্যন্ত কার্যকর।

২) লবঙ্গ: বিভিন্ন রকম ব্যথা-বেদনায় দারুণ কার্যকর লবঙ্গ। রক্ত জমাট বাঁধার সমস্যাতেও লবঙ্গ বেশ উপকারী। হৃদ্‌রোগের ঝুঁকি কমাতেও কাজে আসতে পারে লবঙ্গ।

৩) আদা: গবেষণা বলছে, শরীরচর্চা এবং দৌড়ানোর ফলে মাংসপেশির যে ব্যথা হয়, ৫ দিন এক টানা প্রায় ২ গ্রাম করে আদা খেলে সেই ব্যথা কমে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Health Pain
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE