হবু মায়েদের জন্য নানা রকম নিয়মের কথা বলা হয়ে থাকে। কোনও অন্তঃসত্ত্বাকে দেখলেই চারপাশের নানা জনে নানা রকম পরামর্শ দিতে শুরু করেন। সব রকম পরামর্শ তো মেনে চলা যায় না। সমস্যাও বাড়ে তাতে। কোন কথা মানবেন, কোনটা ততটা না মানলেও চলবে, তা ভেবে অস্বস্তি তৈরি হয়।
কিন্তু এ সময়টিতে নিজের যত্ন নেওয়া সবচেয়ে বেশি জরুরি। ফলে কয়েকটি কথা মাথায় রাখতেই হবে। নানা জনের নানা কথা না শুনলেও এই তিনটি বিষয় মেনে চলা জরুরি।
১) এ সময়ে ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তা সকলেই জানেন। কিন্তু হবু মায়েদের জন্য তা আরও ক্ষতিকর। কোনও ভাবেই এ সময়ে ধূমপান করা চলবে না। এর সঙ্গে ছাড়তে হবে মদ্যপানও। এ সময়ে এই দুই অভ্যাস গর্ভের সন্তানের খুবই ক্ষতি করতে পারে।