শীত পড়তেই নানা শারীরিক উপসর্গের মতো অনেকেই দাঁতের যন্ত্রণায় ভুগে থাকেন। শীত হোক বা গ্রীষ্ম, দাঁতের যন্ত্রণা সব ঋতুতেই অত্যন্ত বেদনাদায়ক। তবে ঠান্ডা পড়লে যন্ত্রণা খানিক বাড়ে, তাই শীতকালীন দাঁতের যন্ত্রণা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে রোজের খাদ্য তালিকা থেকে বাদ দিন এই কয়েকটি খাবার।
মিষ্টি জাতীয় খাবার
মিষ্টি জাতীয় খাবার থেকে তৈরি হওয়া অ্যাসিড দাঁতের এনামেল ক্ষয় করে। শুধু দাঁত নয়, মাড়ির জন্যেও অত্যন্ত ক্ষতিকর। তাই শীতকালের গুড়, পিঠেপুলি, মিষ্টি কেক ইত্যাদি খাবারগুলি থেকে যথাসম্ভব দূরে থাকলে ব্যথা কম হতে পারে।