য়সের কোঠা চল্লিশ পেরোতে না পেরোতেই চেহারায় তার ছাপ পড়ে যায়। অকাল-বার্ধ্যক্যের হাত থেকে রক্ষা পেতে বিভিন্ন উপায় অবলম্বন করে থাকেন অনেকে। তবে এমন চারটি জাদু-পানীয় আছে, যেগুলি বয়স ধরে রাখতে সক্ষম। রইল এমন চারটি জাদু-পানীয়ের সন্ধান—
১) ডাবের জল :
ডাবের জলে আছে ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম। ভিটামিন সি ত্বকের কোলাজেন তৈরি করে। যার ফলে ত্বকে বয়সের ছাপ পড়ে না।