Advertisement
০৯ নভেম্বর ২০২৪
Eye Care Tips

অল্পবয়সিদেরও হতে পারে ছানির সমস্যা! কাদের ঝুঁকি বেশি, কী ভাবে সতর্ক হবেন?

অনেকেই ভাবেন, বয়স ৬০ পেরোলে তবেই এই ধরনের সমস্যা দেখা দেয়। চিকিৎসকেরা কিন্তু বলছেন, এখন ৩৫–৪০ বছর বয়সি ব্যক্তিদের চোখও ছানিতে ঝাপসা হয়ে যেতেই পারে। কেন অল্পবয়সিদের মধ্যে দেখা দিতে পারে ছানির সমস্যা?

কেন অল্পবয়সিদেরও ছানি হয়?

কেন অল্পবয়সিদেরও ছানি হয়? ছবি: শাটারস্টক।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৪ ১৫:৪৩
Share: Save:

বয়স বাড়লে যেমন চুলে পাকে, ত্বকে বলিরেখা ফুটে ওঠে, তেমনই ঝাপসা হয়ে আসতে পারে চোখের দৃষ্টি। ছানি পড়া বা লেন্স ঝাপসা হয়ে আসা চোখের প্রধান সমস্যাগুলির মধ্যে অন্যতম। অবহেলা করলে ফল হতে পারে মারাত্মক। এমনকি, দৃষ্টিশক্তি সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ারও ঝুঁকি থাকে। অনেকেই ভাবেন, বয়স ৬০ পেরোলে তবেই এই ধরনের সমস্যা দেখা দেয়। চিকিৎসকেরা কিন্তু বলছেন, এখন ৩৫-৪০ বছর বয়সি ব্যক্তিদের চোখও ছানিতে ঝাপসা হয়ে যেতেই পারে।

কেন অল্পবয়সিদের মধ্যে দেখা দিতে পারে ছানির সমস্যা?

১. ডায়াবিটিস থাকলে কম বয়সে ছানি পড়ার ঝুঁকি বাড়ে।

২. সূর্যের অতিবেগনি রশ্মির প্রভাবে অনেক সময় চোখের লেন্স ঝাপসা হয়ে যেতে পারে।

৩. কারও যদি বংশে এই সমস্যা থাকে, তবে অনেক সময় অল্প বয়সে ছানি পড়ার আশঙ্কা থাকে।

৪. অল্প বয়সে ছানি পড়ার আর একটা বড় কারণ ‘অ্যাটোপিক ডার্মাটাইটিস’। এটি এক ধরনের অ্যালার্জি। চোখের পেশির কার্যক্ষমতা কমে গেলেও দেখা দিতে পারে ছানির অসুখ।

৫. যাঁদের চোখে খুব বেশি ‘মাইনাস পাওয়ার’ থাকে অর্থাৎ মায়োপিয়া থাকে, তাঁদেরও চোখে ছানি পড়ার সমস্যা দেখা দিতে পারে। রাতকানা রোগ থাকলেও কম বয়সে ছানি পড়ার ঝুঁকি বেশি।

কী করণীয়?

ছানি প্রতিরোধ করার বিশেষ কোনও উপায় নেই। তবে ছানি পড়লে অধিকাংশ ক্ষেত্রেই অস্ত্রোপচারের মাধ্যমে আরোগ্য সম্ভব। তাই অল্প থাকতেই চিনতে হবে ছানির উপসর্গ। সাধারণত ছানি পড়লে সব কিছু নিষ্প্রভ লাগে। ‘কনট্রাস্ট ভিশন’ কমে যায়, ধূসর লাগে। বিশেষ করে অল্প আলোয় দেখতে খুব অসুবিধা হয়। আবার রাতে জোরালো আলো চোখে পড়লেও খুব কষ্ট হয়। তাই চোখের সমস্যা হলেই অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অন্য বিষয়গুলি:

Eye Care Tips Eye Care How to Prevent Cataracts
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE