Advertisement
E-Paper

মুখের মধ্যেই ফুটে ওঠে বিভিন্ন রোগের উপসর্গ, পাঁচ লক্ষণ দেখলে সাবধান হতে হবে

কিছু কিছু রোগ দেহে বাসা বাঁধার আগে মুখে তার লক্ষণ ফুটে উঠতে পারে। তাই খেয়াল করলে সম। থাকতে সতর্ক হওয়া যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৫ ১৩:৫৭
Your mouth can spot these 5 health problems before your doctor does

— প্রতীকী চিত্র।

আধুনিক চিকিৎসায় শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের জন্য আমরা নির্দিষ্ট কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে থাকি। কিন্তু অনেকেই হয়তো জানেন না, আমাদের মুখগহ্বর অনেক সময়েই বিভিন্ন রোগের উপসর্গ জানান দিতে পারে। মুখগহ্বরের ক্ষেত্রে আমরা অনেক সময়েই দন্ত্যচিকিৎসক পর্যন্তই সীমাবদ্ধ থাকি। প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রেও চিকিৎসকেরা সাধারণত রোগীর মুখগহ্বর পরীক্ষা করেন। অধিকাংশ ক্ষেত্রেই তা সম্ভাব্য লক্ষণের জন্য।

এমন কয়েকটি রোগের লক্ষণ রয়েছে, যা কোনও দন্ত্যচিকিৎসক অন্যদের আগে শনাক্ত করতে পারেন।

১) যৌন সম্পর্ক থেকে কোনও রোগ শরীরে বাসা বাঁধলে তা অনেক সময়েই প্রাথমিক পর্যায়ে বোঝা যায় না। কিন্তু তেমন কোনও ক্ষেত্রে মুখের মধ্যে তার লক্ষণ ফুটে ওঠে। তাই মুখের মধ্যে হারপিস বা কোনও সাদা ছোপ দেখা গেলে সাবধান হওয়া উচিত। সিফিলিসের সংক্রমণের ক্ষেত্রে মুখে আলসার হতে পারে। তাই মুখের মধ্যে হঠাৎ এ ধরনের কিছু দেখা দিলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত।

২) মুখের ক্যানসারের ক্ষেত্রে শুরুতেই অনেক সময় কোনও ব্যথার সূত্রপাত ঘটে না। এ ক্ষেত্রে মুখের মধ্যে কোনও অংশ ফুলে থাকতে পারে, মুখের ভিতরে কোনও ছোপ দেখা দিতে পারে। ভারতে বড় সংখ্যক মানুষ প্রত্যেক বছর তামাকজাত আসক্তি এবং পানমশলা খাওয়ার জন্য মুখের ক্যানসারে আক্রান্ত হন। এ ক্ষেত্রে দন্ত্যচিকিৎসক দ্রুত রোগের লক্ষণ শনাক্ত করতে পারেন।

৩) শরীরে কখনও প্রয়োজনীয় পুষ্টি উপাদানের (যেমন ভিটামিন ও খনিজ) ঘাটতি দেখা দিলে মুখ আগে থেকে জানান দেয়। মুখে নিয়মিত দুর্গন্ধ হলে বা লাগাতার ঠোঁট ফাটলে সাবধান হওয়া উচিত। পাকস্থলীতে অ্যাসিড রিফ্লাক্স দেখা দিলেও মুখের মধ্যে টক ভাব অনুভুত হতে পারে। মুখের মধ্যে আলসার বা এনামেলের ক্ষতি থেকেও অ্যাসিড বা গ্যাস্ট্রিকের সমস্যা শনাক্ত করা যেতে পারে।

৪) বিভিন্ন অটোইমিউন রোগের ক্ষেত্রে (যেমন টাইপ ১ ডায়াবিটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস ইত্যাদি) অনেক সময়েই মুখের মধ্যে তাদের প্রাথমিক লক্ষণ প্রকাশ পায়। কোনও কোনও ক্ষেত্রে মুখের মধ্যে ফোস্কা, ত্বকের পাতলা খোসা উঠে আসতে পারে। এগুলিকে ওরাল হাইজিনের সমস্যা বলে অনেকেই ভুল করে থাকেন।

৫) জিভের উপর সাদা সাদা ছোপ দীর্ঘ দিন ধরে দেখা গেলে সতর্ক হওয়া উচিত। অনেক সময়েই এ রকম ক্ষেত্রে মনে করা হয়, নিয়মিত জিভ পরিষ্কার করলে সমস্যা দূর হবে। কিন্তু আসলে সাদা জিভ অনেক সময়েই অনিয়ন্ত্রিণ সুগার, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা বা দেহের পুষ্টি উপাদানের অভাবের দিকে নির্দেশ করতে পারে।

চিকিৎসকদের একাংশের মতে, জটিল রোগ নির্ণয়ের ক্ষেত্রে অনেক সময়েই আমরা দেরি করে ফেলি। সে ক্ষেত্রে মুখগহ্বর অনেক আগেই বেশ কিছু রোগের উপসর্গের জানান দিতে পারে। ফলে সতর্ক হওয়ার সুযোগ থাকে। তাই মুখের মধ্যে কোনও ধরনের অস্বস্তি বা অপরিচিত কোনও লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত।

Oral Hygiene Symptoms Health Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy