প্রকৃতির নিয়মে প্রতিটি গ্রহ নিজ কক্ষপথে অবিরাম ছুটে চলেছে। দেবগুরু বৃহস্পতি নিজের কক্ষপথে এক পাক ঘুরতে সময় নেয় কমবেশি বারো বছর। জ্যোতিষশাস্ত্র মতে এই বারো বছর সময়কালকে ১২টি সমান ভাগে ভাগ করা হয়। এক একটি ভাগ হল এক একটি রাশি, অর্থাৎ এই বারো বছরে বৃহস্পতি ১২টি রাশি অতিক্রম করে। এক একটি রাশিকে বেশি সময়কাল ধরে অতিক্রম করার কারণে বৃহস্পতিকে ধীরগতিসম্পন্ন গ্রহগুলির দলে স্থান দেওয়া হয়। ধীরগতির যে কোনও গ্রহ একই ক্ষেত্রে বেশি সময় ধরে অবস্থানের কারণে শুভ বা অশুভ, উভয় ফলই দীর্ঘ সময় ধরে দান করে থাকে।
আরও পড়ুন:
আগামী ১৪ মে, ২০২৫ বৃহস্পতি রাশি পরিবর্তন করবে। ১ মে ২০২৪, বৃহস্পতি রাশি পরিবর্তন করে মেষ রাশি থেকে বৃষ রাশিতে গিয়েছিল। সেখানে দীর্ঘ এক বছর অবস্থানের পর ১৪ মে ২০২৫, ভারতীয় সময় রাত ১০টা ৩৬ মিনিটে বৃহস্পতি রাশি পরিবর্তন করে বৃষ রাশি থেকে পরবর্তী মিথুন রাশিতে গমন করবে। আগামী ১৭ অক্টোবর ২০২৫ পর্যন্ত বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করবে।
আরও পড়ুন:
আগামী ১৮ অক্টোবর ২০২৫, ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে পুনরায় রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে গমন করবে। ১২ নভেম্বর ২০২৫ গতি পরিবর্তন করে বৃহস্পতি বক্রগতি প্রাপ্ত হবে। বক্রগতির কারণে ৫ ডিসেম্বর ২০২৫, ভারতীয় সময় সন্ধ্যা ৫টা ২৭ মিনিটে পুনরায় মিথুন রাশিতে গমন করবে। ১১ মার্চ ২০২৬, বৃহস্পতি গতি পরিবর্তন করে পুনরায় সম্মুখাভিমুখ গতি প্রাপ্ত হবে। আগামী ১ জুন ২০২৬ পর্যন্ত বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করবে। ২ জুন ২০২৬, ভারতীয় সময় রাত ১টা ৫০ মিনিটে রাশি পরিবর্তন করে বৃহস্পতি পুনরায় কর্কট রাশিতে গমন করবে।